নয়াদিল্লি : পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের স্মৃতিতে ভারতীয় ক্রিকেট দল মাথায় পরলেন সেনাদের বিশেষ টুপি। শুক্রবার অস্ট্রেলিয়ার সঙ্গে তৃতীয় একদিনের ম্যাচে এভাবেই মাটে নামেন টিম কোহলি। ক্রিকেটাররা তাঁদের ম্যাচ ফি জাতীয় প্রতিরক্ষা তহবিলে দান করেছেন।
টসের সময় ক্যাপ্টেন বিরাট কোহলি ক্যামোফ্লেজ মিলিটারি টুপি মাথায় দিয়ে মাঠে আসেন। টুপির ওপর বিসিসিআইয়ের লোগো লাগানো ছিল। বিরাট বলেন, “এটা বিশেষ টুপি। সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা। এই ম্যাচের ফি আমরা দান করছি প্রতিরক্ষা তহবিলে। সাবই সেনা জওয়ানদের পাশে দাঁড়ান।” টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি টিমের সদস্যদের হাতে এই টুপি তুলে দেন। ভারতীয় টিমের খেলোয়াড়রা ম্যাচ ফি হিসেবে পান আট লাখ টাকা। রিজার্ভ খেলোয়াড়রা পান তার অর্ধেক। এর আগে বিসিসিআই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পুরো টাকাটাই সিআরপিএফ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবছর আইপিএলের কোনও উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না।