কোপার ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনা! ইতিহাস অনুযায়ী কার পাল্লা ভারী? দেখে নিন

কোপার ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনা! ইতিহাস অনুযায়ী কার পাল্লা ভারী? দেখে নিন

রিও ডি জেনেরিও: অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। কোপা আমেরিকা ২০২০-এর অন্তিম পর্ব। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। লাতিন আমেরিকার সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে সামনাসামনি লাতিন আমেরিকার দুই সর্বশক্তিমান দেশ। ভারতীয় সময় অনুযায়ী রবিবার ভোর সাড়ে পাঁচটায় ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। গোটা বিশ্ব জুড়ে এই ম্যাচ ঘিরে উত্তেজনার সীমা নেই। ‌গোটা পৃথিবী কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। একপক্ষ সেলেকাওদের হয়ে গলা ফাটাচ্ছে, অন্যপক্ষ নীল-সাদা জার্সিধারীদের জন্য প্রার্থনায় মত্ত। এত বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার ফাইনালে এই প্রথম দেখা যাবে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের দ্বৈরথ। এখন প্রশ্ন একটাই, আর্জেন্টিনীয় মহাতারকা লিওনেল মেসি কি পারবেন আর্জেন্টিনার ২৮ বছরের কাপ খরা কাটিয়ে দেশের জার্সিতে প্রথম বড় ট্রফি হাতে তুলতে? নাকি পরপর দ্বিতীয়বারের জন্য কোপা জয় করবে নেইমাররা?

ব্রাজিল বনাম আর্জেন্টিনা। শুনলেই বিশ্ব জুড়ে ফুটবলপ্রেমীদের হৃদয়ে চড়তে থাকে উত্তেজনার পারদ। তাও আবার কোপা আমেরিকার ফাইনাল। তবে সাম্প্রতিককালে কোপার মঞ্চে ব্রাজিলের সঙ্গে ফলাফল খুব একটা ভালো হচ্ছে না আর্জেন্টিনার। ২০১৯ সালে কোপার সেমিফাইনালে যখন আর্জেন্টিনা ব্রাজিলের সামনে নেমেছিল তখন সেলেকাওরা খুব সহজেই ২-০ গোলে আর্জেন্টিনীয়দের হারিয়ে দিয়েছিল। গত ২০ বছরে দুইবার কোপার ফাইনালে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুইবারই সেলেকাওদের কাছে হারতে হয়েছে আর্জেন্টিনাকে। ২০০৪ সালের ফাইনালে খেলা ২-২ গোলে ড্র হয়েছিল প্রথমে। কিন্তু টাইব্রেকারে ৪-২ গোলে ব্রাজিল সেই ম্যাচ জিতে নেয়। ২০০৭ সালেও ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী। সেবার আর্জেন্টিনাকে হারতে হয়েছিল ৩-০ গোলে‌।

নব্বইয়ের দশকে দুইবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই দুবারও জিতে যায় সেলেকাওরা। ১৯৯৪ সালের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে এবং ১৯৯৯ সালে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। কোপার মঞ্চে সামনাসামনি সাক্ষাতে আর্জেন্টিনার পরিসংখ্যান সন্তোষজনক হলেও সব মিলিয়ে কিন্তু পাল্লা ভারী নীল-সাদা জার্সিধারীদেরই। এখনও পর্যন্ত ১১১ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। যার মধ্যে ৪৬ বার জিতেছে আর্জেন্টিনা এবং ৪০ বার জয় পেয়েছে ব্রাজিল। ২৫ বার ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। অন্যদিকে, কোপা জয়ের ক্ষেত্রেও এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। মোট ১৪ বার কোপা জয়ের স্বাদ পেয়েছে নীল-সাদারা, যেখানে সেলেকাওরা কোপা জিতেছে ৯ বার। ২০১৯ সালের কোপায় সেলেকাওদের কাছে মেসিরা হেরে গেলেও তারপরে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল দুই দল। সেই ম্যাচ কিন্তু লিও মেসির গোলে আর্জেন্টিনাই জিতেছিল। এখন দেখার ২০২১ সালের কোপা ফাইনাল কী উপহার নিয়ে অপেক্ষা করছে। ইতিহাসের পুনরাবৃত্তি নাকি নতুন ইতিহাস?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 19 =