Aajbikel

নেতৃত্ব ছাড়লেন ধোনি, আইপিএলে চেন্নাইয়ে মাহির বদলে অধিনায়ক এবার কে?

 | 
ধোনি

চেন্নাই: আর কয়েক ঘণ্টার অপেক্ষা৷ তার পরই শুরু হয়ে যাবে আইপিএল৷ কিন্তু, ম্যাচ শুরুর আগে বদলে গেল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। উইকেটের পিছনে দাঁড়িয়ে হলুদ জার্সির চেন্নাইকে আর নেতৃত্ব দেবেন না মহেন্দ্র সিং ধোনি৷ নতুন অধিনায়কের নাম ঘোষণা করল চেন্নাই। মাহি মাঠে থাকলেও, চেন্নাইকে নেতৃক্ব দেবেন নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। আইপিএল শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগেই বড় ঘোষণা করল চেন্নাই সুপার কিংস। বৃহস্পতিবার চেন্নাইয়ে অধিনায়কদের ফটোশুটে ধোনির বদলে দেখা গেল রুতুরাজকে। ধোনি যে আইপিএলে আর বেশি দিন অধিনায়কত্ব করতে চান না, তা আগেই বোঝা গিয়েছিল। কিন্তু তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। জল্পনা চলছিল রুতুরাজের নাম নিয়ে। ২৭ বছর বয়সি এই ক্রিকেটার দীর্ঘ দিন অধিনায়কত্ব করার সুযোগ পাবেন৷ 

Around The Web

Trending News

You May like