করোনা-ভয় উড়িয়ে শুরু হচ্ছে জার্মানির বুন্দেশলিগ

করোনা-ভয় উড়িয়ে শুরু হচ্ছে জার্মানির বুন্দেশলিগ

ফ্রাঙ্কফুর্ট:  এবার সেপ্টেম্বর ফুটবলে জমজমাট হতে চাইছে জার্মানি। করোনার আবহে এবার খেলার মরসুমের ডায়েরির পুরো পাতা আনকোরাই রয়েছে প্রায়। ক্রিকেট, ফুটবল, টেনিসসহ সব খেলার মাঠেই পড়েছে করোনাভাইরাসের আতঙ্কের ছায়া। ১১ সেপ্টেম্বর থেকে ২০২০-২১ মরসুমের কাপের খেলা শুরু হতে চলেছে জার্মানির। আর তারপরেই ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে জার্মানির নিজস্ব লিগ বুন্দেশলিগার ম্যাচগুলি। করোনার জন্য কোনওভাবেই মাঠে খেলার ছাড়পত্র পাওয়া যাচ্ছিল না।

তাই পিছোতে পিছোতে বুন্দেশলিগা শুরু হওয়ার কথা ছিল জুনে কিন্তু তাও শেষমেশ হয়ে ওঠেনি। এবার সেই টুর্নামেন্ট শুরু হতে চলেছে ১৮ সেপ্টেম্বর। এদিকে খেলোয়াড়দের শীতের ছুটি কেটে ছোট করে দেওয়া হয়েছে। যে সমস্ত ইউরোপিয়ান টুর্নামেন্ট আটকে রয়েছে তা এই ছুটির সময়েই অযাডজাস্ট করে নিতে চান টুর্নামেন্টের উদ্যোক্তারা। এই মরসুমের খেলার ক্যালেন্ডার প্রকাশ করেছে জার্মান সকার ফেডারেশন। ২০১৯-২০-র তুলনায় প্রায় একমাস দেরীতে এবারের মরসুম শুরু হতে চলেছে। চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগসহ বেশ কিছু ছোটখাটো টুর্নামেন্টের জন্য অগাস্টেই সময় রাখা হয়েছে। এছাড়াও এই সময়েই জাতীয় দলেরও বেশ কিছু খেলা ফেলা হয়েছে।

২২ মে শেষ হবে বুন্দেশলিগা আর তারপরই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সময়। করোনার জন্য প্রায় একবছর পেরিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে পরের বছর ১১ জুন। মূলত সুপার কাপ দিয়ে জার্মান ফুটবলের সিজন শুরু হয়। কিন্তু সেই টুনর্নামেন্টও পিছিয়ে ৩০ সেপ্টেম্বরে চলে গেছে। স্থগিত থাকা ইউরোপিয়ান টুর্নামেন্টের মধ্যের সময়েই বিভিন্ন পূর্ণ সময়ের খেলাগুলিকে চেপেচুপে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই মরসুমে। এছাড়াও সপ্তাহের মাঝে মাঝে বেশ কিছু খেলা রাখা হয়েছে। তাছাড়াও শীতের ছুটিও কমানো হয়েছে। ২০১৯ মরসুমের শেষে খেলা হবে ২৩ ডিসেম্বরে এবং ২০২১ সালের প্রথম লিগের খেলার নির্ধারিত হয়ে আছে ২ জানুয়ারি তারিখে, ২০১৯-২০ মরসুমে থেকে ঠিক দু সপ্তাহ এগিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − four =