লিডস: হেডিংলিতে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল। লর্ডস টেস্ট-জয়ী দলকেই অপরিবর্তিত রেখেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই হেডিংলিতেই ভারতীয় ফাস্ট বোলারদের তালিকায় নতুন রেকর্ডের অধিকারী হওয়ার সুযোগ রয়েছে যশপ্রীত বুমরাহ’র কাছে। এই টেস্টেই তিনি টপকে যেতে পারেন ভারতের কিংবদন্তি অধিনায়ক কপিল দেবকে। নিজের নামে এক অভিনব রেকর্ড দাখিল করার হাতছানি রয়েছে বুমরাহ’র সামনে। কী সেই রেকর্ড?
আর দরকার মাত্র ৫টি উইকেট। হেডিংলি টেস্টে যদি দুই ইনিংসে পাঁচ উইকেট নিতে পারেন বুমরাহ, তাহলে কপিল দেবকে পিছনে ফেলে ভারতীয় ফাস্ট বোলারদের তালিকায় দ্রুততম ১০০ উইকেট নিয়ে শীর্ষস্থান দখল করবেন তিনি। এখনও পর্যন্ত ২২টি টেস্ট ম্যাচ খেলে ৯৫টি উইকেট নিয়েছেন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কম টেস্ট (১৭টি) খেলে প্রথম ১০০ উইকেটের গণ্ডি পার করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে সবার আগে আছেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তিনি ২৫টি টেস্টে প্রথম ১০০ উইকেট নিয়েছিলেন।
সেই হিসেবে যশপ্রীত বুমরাহ যদি হেডিংলি টেস্টে দুই ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নিতে পারেন, তবে তিনিই হবেন মাত্র ২৩ টেস্টে প্রথম ১০০ উইকেট নেওয়া ভারতের পয়লা নম্বর ফাস্ট বোলার। তার আগে অশ্বিন (১৭ টেস্ট) ছাড়াও থাকবেন এরাপল্লি প্রসন্ন (২০ টেস্ট), অনিল কুম্বলে (২১ টেস্ট), সুভাষ গুপ্ত, বিএস চন্দ্রশেখর, প্রজ্ঞান ওঝা (২২ টেস্ট), মিনু মানকাড (২৩ টেস্ট)। তবে ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে বুমরাহই সবচেয়ে কম টেস্ট খেলে প্রথম ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। তার পরে কপিল দেব (২৫ টেস্ট) ছাড়াও ফাস্ট বোলার হিসেবে আছেন ইরফান পাঠান (২৮ টেস্ট), মহম্মদ শামি (২৯ টেস্ট), জাভাগল শ্রীনাথ (৩০ টেস্ট) ও ইশান্ত শর্মা (৩৩ টেস্ট)।