ব্রাজিল: শেষমেষ ইকুয়েডরের সামনে থেমে গেল ব্রাজিলের বিজয়রথ। কোপা আমেরিকায় সেলেকাওদের ১-১ গোলে আটকে দিয়ে অঘটন ঘটাল ইকুয়েডর। নেইমারহীন ব্রাজিল কোপা আমেরিকায় গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে অপরাজিত দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠতে পারল না। ১ পয়েন্টেই তাদের সন্তুষ্ট থাকতে বাধ্য করলেন ইকুয়েডরের খেলোয়াড়রা।
ইকুয়েডরের বিরুদ্ধে নামার আগে কোপা আমেরিকার গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ছিল ব্রাজিল। ভাবনা ছিল ইকুয়েডরকেও হারিয়ে অপরাজেয় শক্তি হিসেবে নকআউট পর্বে যাবে সেলেকাওরা। কিন্তু সেই ভাবনায় জল ঢেলে দিল ইকুয়েডর। এদিনের ম্যাচে প্রথম থেকেই ইকুয়েডরকে বিশেষ জায়গা দেয়নি সেলেকাওরা। ম্যাচের ৩৭ মিনিটেই ব্রাজিলের সেন্টার ব্যাক এডের মিলিতাওয়ের গোলে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
প্রথমার্ধের শেষে এই ১ গোলের লিড ধরে রাখে ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই তা খুইয়ে ফেলে। ম্যাচের ৫৩ মিনিটে পরিবর্ত হিসেবে নামা ইকুয়েডরের অ্যাঞ্জেল মিনা কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর বাকি সময় অনেক চেষ্টা করেও ব্রাজিল ইকুয়েডরের ডি-বক্সে ঢুকে জয়সূচক গোলটি করতে পারেনি। শেষ পর্যন্ত ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ স্থানে থেকে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছল সেলেকাওরা।