দুরন্ত ফর্মে নেইমাররা, ভেনেজুয়েলার পর এবার পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

দুরন্ত ফর্মে নেইমাররা, ভেনেজুয়েলার পর এবার পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

রিও ডি জেনেরিও: কোপা আমেরিকা ২০২১-এর সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে দুই ম্যাচে ৭ গোল দিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-এর শীর্ষে বিরাজ করছে ব্রাজিল। দুরন্ত ফর্মে থাকা তিতে-এর ছেলেরা প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩ গোল দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও পেরুকে ৪ গোল উপহার দিল। দুই ম্যাচেই গোল পেলেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার।

বৃহস্পতিবার রিও ডি জেনেরিওতে পেরুর বিরুদ্ধে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল ব্রাজিল। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে তিন গোলে হারিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল তিতে-এর ছেলেরা। সেই আত্মবিশ্বাস নিয়ে পেরুর বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণে উঠেছিল ব্রাজিল। ১২ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল জেসুসের ক্রশ থেকে গোল করে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেন অ্যালেক্স স্যান্দ্রো। প্রথমার্ধের খেলার শেষে ১ গোলেই এগিয়ে থাকে সাম্বারা।

দ্বিতীয়ার্ধের খেলায় পেরু ধীরে ধীরে সংঘবদ্ধ হয় এবং বেশ কিছু আক্রমণ তুলে আনে ব্যাজিলের ডি-বক্সে। নিশ্চিত কয়েকটি গোলের সুযোগ পেয়েও ঠিকঠাক কাজে লাগাতে পারেনি পেরুর ফুটবলাররা। বরং ৬৮ মিনিটে ফ্রেডের বাড়ানো পাস থেকে দুরন্ত গোল করে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে দেন নেইমার। ৮৯ মিনিটে স্কোরলাইনে আঘাত হানেন পরিবর্ত হয়ে আসা এভারটন রিবেইরো। সেই গোলের রেশ কাটতে না কাটতেই ৯০+৩ মিনিটে ব্রাজিলের চতুর্থ গোলটি করেন আরেক পরিবর্ত রিচার্লিসন। ৪ গোলে বড় জয় পায় নেইমাররা। আগামী ২৪ জুন কলম্বিয়ার বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 7 =