ব্রাসিলিয়া: উদ্বোধনী ম্যাচেই দূর্বল ভেনেজুয়েলাকে ৩-০ গোলে চুরমার করে কোপা আমেরিকার বিস্ফোরক শুরুয়াত করল ব্রাজিল। গোল পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। এমনিতেই কোভিড পরিস্থিতিতে কোপা আমেরিকা আয়োজনের দায়ভার দেওয়ায় ব্যাপক অস্বস্তিতে রয়েছে ব্রাজিল। তার মধ্যে এই করোনা আবহে কোপার মতো বড় প্রতিযোগীতায় খেলে কোনো ঝুঁকি নিতে রাজি নন নেইমাররাও। তার মধ্যে প্রথম ম্যাচেই এই জয় দলের ফুটবলারদের কিছুটা স্বস্তি দেবে বলে মনে করছেন দলের অধিনায়ক ক্যাসেমিরো ও কোচ তিতে।
এদিন প্রথম থেকেই দূর্বল ভেনেজুয়েলাকে দাঁড়াতেই দেয়নি তারকাখচিত ব্রাজিল দল। আক্রমণের পর আক্রমণ করে জেরবার করে তুলেছে নেইমার-জেসুসরা। মাঝেমধ্যে ভেনেজুয়েলার খেলোয়াড়রা প্রতিআক্রমণে ওঠার চেষ্টা করলেও মাঝ মাঠ থেকেই বারবার ফিরে আসতে হয়েছে তাদের। ম্যাচের বয়স যখন ২৩ মিনিট ঠিক তখনই কর্নার থেকে বল পেয়ে বক্সের মধ্যে ব্যাকহিল করে গোল করে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেন মার্কিনিহোস। এই স্কোরলাইনেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ভেনেজুয়েলাকে সাঁড়াশির চাপে পিষে ধরে ব্রাজিল। ৬৩ মিনিটের মাথায় ব্রাজিলের দানিলোকে ভেনেজুয়েলার ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় তিতের ছেলেরা। ৬৪ মিনিটে সেই পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন নেইমার। এরপর শেষ মুহূর্তে পরিবর্ত হিসেবে নেমে ৮৯ মিনিটে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন গ্যাব্রিয়েল বারবোসা। তবে নেইমার নিজে দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট না করলে ব্রাজিলের জয়ের ব্যবধান আরও বেশি গোলের হতেই পারত।