বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে ফের সোনা ভারতের ঝুলিতে৷ দশম দিন একাধিক ইভেন্টে সোনা জিতে দেশকে গর্বিত করলেন ভারতীয় অ্যাথলিটরা। বক্সিং-এ সোনা জিতলেন ভারতের নিখাত জারিন৷
আরও পড়ুন- পুরুষদের লং জাম্পে ইতিহাস গড়ে রুপো জিতলেন শ্রীশঙ্কর
চলতি বছর মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নিখাত। কমনওয়েলথ গেমসেও নিজের সেরাটা উজার করে দেন৷ ৪৮-৫০ কেজি লাইট ফ্লাইয়ের ফাইনালে সোনা জেতেন ২৫ বছরের এই ভারতীয় বক্সার। তিনি পরাজিত করেন নর্দার্ন আয়ারল্যান্ডের কার্লিকে৷
এর আগে এদিনই মহিলাদের ৪৮ কেজি বিভাগে বক্সিং-এ ইংল্যান্ডের প্রতিপক্ষ ডেমি-জেডকে পরাজিত করেন ভারতের নীতু ঘংঘাস। পুরুষদের ফ্লাইওয়েটের ৫১ কেজি বিভাগে সোনা জেতেন অমিত পঙ্ঘল। চূড়ান্ত লড়াইয়ে কিরানা ম্যাকডোনাল্ডকে ৫-০ ব্যবধানে হারিয়ে জয়ী হন তিনি৷
অন্যদিকে, ভারতের মুখ উজ্জ্বল জ্যাভলিনেও৷ প্রথম মহিলা হিসাবে রেকর্ড গড়ে কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ব্রোঞ্জ পদক জিতে নেন অন্নু রানি। চতুর্থ প্রচেষ্টায় ৬০ মিটার থ্রো করে ব্রোঞ্জ জিতে নেন তিনি। চোটের কারণে পুরুষ বিভাগে চলতি কমনওয়েলথে অংশ নিতে পারেননি টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। তবে ইতিহাস লিখে ব্রোঞ্জ ঘরে তুলে নেন অন্নু৷
অন্যদিকে, ব্যাডমিন্টনে ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই রুপো নিশ্চিত করে ফেলেছেন পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন। এর পরেই পুরুষ ডাবলসের ফাইনালে ওঠেন স্বস্তিক সাইরাজ এবং শেট্টি চিরাগ। তবে টেবিল টেনিসে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়ে যায়৷ ইংল্যান্ডের জুটির কাছে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় শরৎ কমল এবং সাথিয়াকে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>