ভারতীয় ক্রিকেটের স্পিন উত্থানের অন্যতম কারিগর, কিংবদন্তি ত্রয়ীর একজন বেদী

ভারতীয় ক্রিকেটের স্পিন উত্থানের অন্যতম কারিগর, কিংবদন্তি ত্রয়ীর একজন বেদী

d9a8cd0497ee1894cdcdace96738e4f7

নয়াদিল্লি: ৭৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি স্পিনার, অধিনায়ক বিষাণ সিং বেদী। তাঁর প্রয়াণের খবরে শোকাতুর দেশের ক্রীড়া মহল। দেশের ক্রিকেটের স্পিনের উত্থানের পিছনে যাদের অবদান অন্যতম, তিনিই হলেন বিষাণ। বাকি দুজনের কথা না বললেই নয়। 

একটা সময় ছিল যখন ভারতীয় ফুটবলের একাধিক ত্রয়ীদের নিয়ে আলোচনা হয়। ক্রিকেটের ত্রয়ীদের কথা বললে আগে মাথায় আসবে তারা বিষাণ সিংহ বেদী, এরাপল্লি প্রসন্ন এবং ভাগবৎ চন্দ্রশেখর। সেই ত্রয়ীর প্রথম জন, অর্থাৎ বেদী চলে গেলেন সোমবার। বিশ্ব জুড়ে যখন ক্রিকেটে পেস বোলারদের দাপট, তখন ভারতের এই স্পিন ত্রয়ীরা আলাদা করে ত্রাস সৃষ্টি করেছিলেন। এরাপল্লি প্রসন্ন ও বি চন্দ্রশেখরের সঙ্গে মিলে এক শক্তিশালী স্পিন বিভাগ তৈরি করেছিলেন বেদী। সেই সময়ে সেটাই ভারতের অন্যতম সফল অস্ত্র ছিল বোলিংয়ের ক্ষেত্রে। ভারতের প্রথম এক দিনের ম্যাচ জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনিই। ১৯৭৫ সালের বিশ্বকাপে পূর্ব আফ্রিকার বিরুদ্ধে ১২ ওভারে ৮টি মেডেন-সহ মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। মূলত তাঁর কারণেই পূর্ব আফ্রিকা ১২০ রানে আটকে গিয়েছিল। 
১৯৪৬ সালের সেপ্টেম্বরে পঞ্জাবে জন্ম নেওয়ার পর মাত্র ১৫ বছর বয়সে নর্দার্ন পঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেন বেদী। ১৯৬৬ সালে তাঁর প্রথম আন্তর্জাতিক খেলা শুরু। ঘরোয়া ক্রিকেটে ১৯৬৮-৬৯ মরসুমে তিনি যোগ দেন দিল্লিতে। ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ মরসুমে দিল্লির অধিনায়কও ছিলেন। তাঁর নেতৃত্বেই রঞ্জি ট্রফিতে দু’বার রানার্স হয় দিল্লি। বেদীর প্রয়াণে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনুরাগ ঠাকুর সহ প্রমুখরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *