চেন্নাই: পাশা পালটে চালকের আসনে বাংলা। রঞ্জি ট্রফির ম্যাচে দ্বিতীয় ইনিংসে তামিলনাড়ুকে মাত্র ১৪১ রানে অল আউট করেন অরুণ লালের ছেলেরা। ঋত্বিক চট্টোপাধ্যায় পাঁচটি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে তামিলনাড়ু ৭৪ রানে এগিয়ে থাকার সুবাদে বাংলার সামনে লক্ষ্য ছিল ২১৬ রানের। মনোজ তিওয়ারির দল ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষ ৮৭ তুলেছে দু উইকেটের বিনিময়ে। শনিবার গোটা দিনে বাংলার প্রয়োজন ১২৯। হাতে পড়ে আটটি উইকেট। আউট হওয়ার আগে ওপেনার অভিষেক রমন ৫৩ রান জুড়েছেন এদিন। মনোজ তিওয়ারি ১৩ ও আমির গনি ১ রানে ক্রিজে রয়েছেন। এদিন ৬ রান করার পরই প্রথম শ্রেণির ক্রিকেটে ৮০০০ রান সেরে ফেলেন বঙ্গ অধিনায়ক মনোজ। তামিলনাড়ুর বিরুদ্ধে জিতলে মরশুমের প্রথম রঞ্জি ম্যাচ জয় হবে বাংলার।
রঞ্জিতে প্রথম জয়ের সামনে বাংলা
চেন্নাই: পাশা পালটে চালকের আসনে বাংলা। রঞ্জি ট্রফির ম্যাচে দ্বিতীয় ইনিংসে তামিলনাড়ুকে মাত্র ১৪১ রানে অল আউট করেন অরুণ লালের ছেলেরা। ঋত্বিক চট্টোপাধ্যায় পাঁচটি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে তামিলনাড়ু ৭৪ রানে এগিয়ে থাকার সুবাদে বাংলার সামনে লক্ষ্য ছিল ২১৬ রানের। মনোজ তিওয়ারির দল ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষ ৮৭ তুলেছে দু উইকেটের বিনিময়ে। শনিবার