বেলজিয়াম: শনিবার ইউরো কাপে গোটা ফুটবল বিশ্বের অপেক্ষা ছিল তৃতীয় ম্যাচটির জন্য। ভারতীয় সময় মধ্যরাতে রাশিয়ার বিরুদ্ধে এবছর ইউরোতে অভিষেক করল ফুটবল বিশ্বের এক নম্বর দেশ বেলজিয়াম। রেড ডেভিসলদের ম্যাচ মানে সব সময় দর্শকদের আগ্রহ থাকে বহুগুন বেশি। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দূর্বল রাশিয়া হলেও, স্বমহিমায় শুরু থেকেই লড়াই চালিয়ে গেলেন বেলজিয়ামের ফুটবলাররা। তবে এদিন রাশিয়াকে কার্যত ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সহজ জয় নিল রেড আর্মিরা।
১০ মিনিটেই রাশিয়ার প্রথম গোল সেই লুকাকুর সৌজন্যেই। রাশিয়া রক্ষণে বোঝাপড়ার অভাবে টুর্নামেন্টে তাঁর প্রথম গোলটা তুলে নিয়ে কর্নার ফ্ল্যাগের কাছাকাছি ক্যামেরার দিকে ছুটে যান তিনি। কোপেনহাগেনের হাসপাতালের বেডে শুয়ে থাকা ক্লাব সতীর্থ এরিকসনকে বার্তা দিয়ে লুকাকু বলেন, ‘ক্রিস ক্রিস তোমায় ভালোবাসি।’ সঙ্গে লেন্সে স্নেহের চুম্বন। উল্লেখ্য তার কিছু সময় আগেই ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই আচমকা অজ্ঞান হয়ে যান ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন। তাঁকেই গোলটি উৎসর্গ করেন রোমেলু লুকাকু। রোমেলু লুকাকু আবার ক্লাব ফুটবলে এরিকসনের সতীর্থ। রাশিয়া রক্ষণে চাপ বজায় রেখে ম্যাচের ৩৪ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন বেলজিয়ামের তারকা থমাস মুনিয়ের। ফাঁকা গোলে বল ঠেলে ব্যবধান ২-০ করেন। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন লুকাকু। ফলে ৩-০ গোলে জয় ছিনিয়ে নিল বেলজিয়াম।
অন্যদিকে এদিন ইউরো কাপের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড ও ওয়েলস। যে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে সুইস ফুটবলার ব্রিল এমবোলোর গোলে এগিয়ে যায় তারা। তবে সেই গোল শোধ করে দেন কিফের মুরে। ২ দলই হেডে গোল করে। ১-১ গোলে শেষ হয় ম্যাচ।