বড়দিনের আগে নেইমারের নতুন ছাঁট, দেখুন ছবি

নতুন নতুন চুলের ছাঁট দিয়ে চমকে দেন নেইমার। ব্রাজিল তারকার এই শখের কথা সবার জানা। রাশিয়া বিশ্বকাপে ও তার আগে নেইমার তাঁর তুলে দিয়েছিলেন নতুন ছাট। এবার আবার নতুন হেয়ার কাটিং নিয়ে হাজির নেইমার। এর আগে বিশ্বকাপে নেইমার নুডুলস হেয়ারকাটিং নিয়ে হাজির হন। তার চুলের স্টাইল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায়। নেইমার

বড়দিনের আগে নেইমারের নতুন ছাঁট, দেখুন ছবি

নতুন নতুন চুলের ছাঁট দিয়ে চমকে দেন নেইমার। ব্রাজিল তারকার এই শখের কথা সবার জানা। রাশিয়া বিশ্বকাপে ও তার আগে নেইমার তাঁর তুলে দিয়েছিলেন নতুন ছাট। এবার আবার নতুন হেয়ার কাটিং নিয়ে হাজির নেইমার। এর আগে বিশ্বকাপে নেইমার নুডুলস হেয়ারকাটিং নিয়ে হাজির হন।

বড়দিনের আগে নেইমারের নতুন ছাঁট, দেখুন ছবিতার চুলের স্টাইল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায়। নেইমার সেবার নাকি অদ্ভুত চুলের ছাট দিয়েছিলেন বিশ্বকাপে ইনজুরি থেকে সবার চোখ সরানোর জন্য। চুলের কাটিং এবং ড্রাইভ নিয়ে রাশিয়া বিশ্বকাপে আলোচিত নাম ছিলেন নেইমার। এবার এখনও নেইমারের নতুন চুলের এই ছাটের কোনও কারণ জানা যায়নি। অবশ্য স্টাইলে সবকিছুরই যে কারণ থাকতে হবে এমনও নয়। তবে তার এই নতুন স্টাইলে অবাকও হয়েছেন কেউ কেউ। নেইমার নিউ ইয়ারের উদযাপনটা তার এই নতুন লুকেই করবেন বলেই জানা গিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + five =