নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলকে এক সময় কার হাতে বেঁধে রেখেছিলেন তিনি৷ তিনি ‘ক্যাপ্টেন কুল’৷ কঠিন মুহূর্তে মাথা ঠাণ্ডা রেখে কী ভাবে ম্যাচ বার করে আনতে হয়, বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ অধিনায়ক হিসেবে যে উচ্চতা তিনি পৌঁছেছেন, তা কেউ স্পর্শ করতে পারেনি। মাহির পর বিরাট কোহলি এবং এখন রোহির শর্মার কাঁধে দলের দায়িত্ব এলেনও বারবার উঠে এসেছে ধোনির নাম। সদ্য সমাপ্ত বিশ্বকাপে রোহিতদের ব্যর্থতার পর আরও বেশি করে উঠে এসেছে ধোনির নেতৃত্বের প্রসঙ্গ। উইকেটের পিছনে দাঁড়িয়ে তিনি যেভাবে ম্যাচ ঘোরাতেন, সেটাই আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমর্থকদের একাংশ বারবার ধোনিকে দলের দায়িত্ব দেওয়ার দাবি তুলেছেন। সেই দাবিকেই এবার সম্ভবত মান্যতা দিতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) । দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।
আরও পড়ুন- মদ্যপান থেকে আদর পুতুলের ব্যবহার, কাতারে বিশ্বকাপ দেখতে গিয়ে নিয়ম ভাঙলেই হতে পারে জেল
আইসিসি ইভেন্টে বরাবরই দাপট দেখিয়েছেন ধোনি৷ ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্য়াম্পিয়ন্স ট্রফি ভারতের ঘরে এসেছিল ধোনির নেতৃত্বেই। এর পর থেকে ভারত আর কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি৷ একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিন ফর্ম্যাটে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের উপর চাপ বাড়ছে। সেই চাপ কমাতেই টি-২০ ফর্ম্যাটে ধোনিকে দায়িত্ব দিতে চাইছে বিসিসিআই। টি-২০ ক্রিকেটে ধোনির কৌশলকে কাজে লাগাতে চাইছে বোর্ড। এই বিষয়ে আগামী মাসেই বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আলোচনা করা হবে৷ এদিকে, দিন কয়েক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ধোনির৷ তার পর থেকেও নানা জল্পনা শুরু হয়েছে৷