মুম্বই: করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা দেশের। দিন দিন বাড়ছে সংক্রমণ, মৃত্যুর হার। চারিদিকে অক্সিজেনের জন্য হাহাকার। এদিকে চলছে আইপিএল! স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। একদিকে যখন দেশের মানুষ এমন সঙ্কটে রয়েছেন, মারা যাচ্ছেন, সেখানে কী প্রেক্ষিতে এই খেলা চলতে পারে। এই প্রশ্ন করছেন অনেকেই। তাই অনুমান করা হচ্ছিল যে, এবার আইপিএল হয়তো বন্ধ হয়ে যাবে। তবে, টুর্নামেন্ট যে বন্ধ হচ্ছে না তা স্পষ্ট করে দিল বিসিসিআই। জানান হল, আপাতত আইপিএল বন্ধ করা হচ্ছে না।
দিন দিন আর সঙ্গীন হচ্ছে ভারতের পরিস্থিতি। ইতিমধ্যেই সেই কারণে অস্ট্রেলিয়ার তিন জন ক্রিকেটার অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পারা ইতিমধ্যে দেশে ফিরে গিয়েছেন। এদিকে, রবিচন্দন অশ্বিনের পরিবার করোনা আক্রান্ত হওয়ায় তিনি আইপিএল ত্যাগ করেছেন। তবুও এই খেলা বন্ধ হচ্ছে না বলেই জানাচ্ছে বিসিসিআই। তাদের বক্তব্য, এখনও পর্যন্ত আইপিএল যেমন চলছিল, চলবে। যদি কেউ চলে যেতে চান, তাঁর প্রেক্ষিতে সব ব্যবস্থা করা হবে, সেখানে সমস্যা নেই। এই ইস্যুতে বিরাট কোহলি, রোহিত শর্মা, এমনকি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মানবিকতা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। কীভাবে তারা এমন একটা সময় এই খেলা চালিয়ে যাওয়ার সমর্থন করছেন তা অনেকেই ভেবে কুল পাচ্ছেন না।