জুভেন্টাসকে গোলের মালা পরিয়ে মাঠ কাঁপাল মেসিহীন বার্সালোনা

জুভেন্টাসকে গোলের মালা পরিয়ে মাঠ কাঁপাল মেসিহীন বার্সালোনা

স্পেন: এই প্রথম লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামল ফুটবল ক্লাব বার্সেলোনা। একদিন আগেই চোখের জলে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সালোনাকে বিদায় জানিয়েছেন। তারপর রবিবারই স্পেনের জোহান ক্রুইফ স্টেডিয়ামে জোয়ান গ্যামপার ট্রফির ফাইনালে বার্সা মুখোমুখি হয়েছিল জুভেন্টাসের। হয়তো শেষবারের মতো মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখার সম্ভাবনা ছিল এই ম্যাচে, কী শেষ পর্যন্ত তা আর হল না। মেসিহীন বার্সার কাছে ৩-০ গোলে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাস। বার্সার হয়ে গোল করলেন মেমফিস ডিপে, মার্টিন ব্রেথওয়েট ও রিকি পুইগ।

২০ বছর পর এই প্রথম বার্সার ১০ নম্বর জার্সি গায়ে ক্যাপ্টেনের আর্মব্যান্ডটি পরতে পরতে মাঠে নামলেন না লিওনেল মেসি। রিসার্ভ বেঞ্চেও তার দেখা পাওয়া গেল না। গোটা স্কোয়াডে কোথাও ওই সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের নামটা দেখা গেল না। তার অনুপস্থিতিতে দলটা পরিচালনার দায়িত্ব নিলেন ক্লাবের আরেক পুরনো সদস্য সের্জিও বুস্কেতস। এদিন মেসি না থাকায় দলটার মন এমনিতেই কিছুটা খারাপ ছিল, কিন্তু সেটা কোনোভাবেই তাদের খেলায় প্রকাশ পায়নি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাসকে এদিন আক্রমণের পর আক্রমণ করে কার্যত অস্থির করে তুলেছে বার্সালোনা। জুভেন্টাসের ৩১ শতাংশের তুলনায় বার্সালোনার ৬৯ শতাংশ বলের দখল আর পাসের সংখ্যা দেখলেই ম্যাচের উপর বার্সার আধিপত্য টের পাওয়া যাবে।

ম্যাচের একদম শুরুর মুহূর্তেই জুভেন্টাসের খেলোয়াড়রা কিছু বুঝে ওঠার আগেই বার্সাকে এক গোলে এগিয়ে দেন ক্লাবে নতুন মিডফিল্ডার মেমফিস ডিপে। ৩ মিনিটের মাথায় অস্ট্রিয়ান ফুটবলার ইউসুফ ডেমিরের বাড়ানো ডিফেন্স চেরা থ্রু থেকে গোল করেন ডিপে। প্রথমার্ধের শেষে এই এক গোলেই এগিয়ে থাকে বার্সা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ইতালিয়ান হেভিওয়েট ক্লাবের জালে বল জড়িয়ে দেন ড্যানিশ তারকা মার্টিন ব্রেথওয়েট। রোনাল্ডো, মোরাতা-সহ জুভেন্টাসের খেলোয়াড়রা এদিন বহু চেষ্টা করেও গোলের পথ কিছুতেই খুঁজে পাননি। এদিনের ম্যাচটা বার্সার খেলোয়াড়রা তাদের প্রিয় অধিনায়কের জন্য জিততে চেয়েছিল। সেই জেদের কাছে পরাস্ত হয়েছিল জুভেন্টাসের হাজার চেষ্টা। ৯০+২ মিনিটে ইতালিয়ান ক্লাবের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রিকি পুইগ। ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের ইনস্টেপে অনবদ্য গোল করেন রিকি। বার্সার মেসিহীন যাত্রা শুরু হল জয় দিয়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + one =