অস্থির বাংলাদেশ, উদ্বেগে আইসিসি, সরানো হতে পারে মহিলাদের টি ২০ বিশ্বকাপ

কলকাতা: আন্দোলনের জোয়ারে জ্বলছে বাংলাদেশ৷ ইস্তফা দিয়ে দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ গোটা দেশ এখন সেনার অধীনে৷  হাসিনার বাসভবন গণভবন-এর দখল নিয়েছে সাধারণ মানুষ৷ চলছে…

bangladesh cricket team

কলকাতা: আন্দোলনের জোয়ারে জ্বলছে বাংলাদেশ৷ ইস্তফা দিয়ে দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ গোটা দেশ এখন সেনার অধীনে৷  হাসিনার বাসভবন গণভবন-এর দখল নিয়েছে সাধারণ মানুষ৷ চলছে অবাধ লুটপাট-ভাঙচুর৷ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি গুঁড়িয়ে শুরু হয়েছে বেপরোয়া উল্লাস। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মহিলাদের টি ২০ ক্রিকেটের ম্যাচ বাংলাদেশে হবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল আইসিসি। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছে তারা।

আগামী ৩ অক্টোবর থেকে মহিলাদের টি ২০ বিশ্বকাপ শুরু হওয়ার কথা। ২০ অক্টোবর ফাইনাল৷ কিন্তু তার আগে বাংলাদেশে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এই মেগা ইভেন্টের আয়োজন সে দেশে করা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। আইসিসি-র তরফে জানানো হয়েছে, একান্তই যদি বাংলদেশে না হয়, তাহলে অন্য দেশে টুর্নামেন্টের আয়োজন করা হবে। সেক্ষেত্রে ভারতই প্রথম পছন্দ৷ এখানেই বসতে পারে মহিলা টি২০ বিশ্বকাপের মেগা আসর।