ঢাকা : পুরো সবুজ চাই না, সবুজের সঙ্গে লালও দরকার। দেশের মানুষের দাবিতে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জন্য নতুন জার্সি তৈরি করে ফেলেছিল বিসিবি। এমনকি সেই জার্সি পরে একদফা ফটোসেশনও করে ফেলেছিল তারা। কিল্তু সেই জার্সিতে ছিটেফোঁটা লালের অস্তিত্ব নেই দেখে চটে লাল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা।
এটা মেনে নিতে পারেননি, ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের মানুষ। কারণ বাংলাদেশের জার্সিতে বরাবরই সবুজের মধ্যে লাল রং থাকে সে দেশের জাতীয় পতাকার নকশামতো। এবার সেটা না দেখে সমালোচনার ঝড় ওঠে বাংলাদেশে। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় জার্সি বদলের। তারা আইসিসি’র কাছে নতুন জার্সির জন্য অনুমতি চেয়েছে। আপাতত জানা গিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের নতুন সবুজ রঙের জার্সিতে লাল রঙ দিয়ে দেশের নাম লেখা থাকবে।