ফের কুস্তিতে পদক, টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া

ফের কুস্তিতে পদক, টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া

টোকিও: টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়া৷ সেই সঙ্গে আরও একট পদক জুড়ল ভারতের খাতায়৷ কাজাখাস্তানের দাউলেত নিয়াজবেকোভকে ৮-০ ব্যবধানে হারিয়ে জয় পেলেন  পুনিয়া। ব্রোঞ্জ দখলের লড়াইয়ে নিয়াজবেকোভকে দাঁড়াতেই দিলেন না তিনি৷ 

আরও পড়ুন- কান্নায় ভেঙে পড়েছিল রানি-বন্দনারা, ফোন করে সান্ত্বনা প্রধানমন্ত্রীর

ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে যাওয়ায় সোনা বা রুপো জেতার সুযোগ হাতছাড়া হয়েছিল আগেই। তবে ব্রোঞ্জ জিতে দেশবাসীর আশা পূরণ করলেন বজরং পুনিয়া। ব্রোঞ্জ বাউটে ৮-০ ব্যবধানে  কাজাখাস্তানের রুপো জয়ী কুস্তিগীর দাউলেত নিয়াজবেকোভকে পরাজিত করেন তিনি৷ প্রসঙ্গত, দাউলেত পুনিয়ার পুরনো প্রতিদ্বন্দ্বী৷ মাস দু’য়েক আগেও দাউলেতকে পরাজিত করেছিলেন পুনিয়া৷ কিন্তু ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে কাজাখাস্তানের এই কুস্তিগিরের কাছেই পরাজিত হতে হয়েছিল বজরং পুনিয়াকে৷ টোকিওতে সেই হারের মধুর প্রিতিশোধ নিলেন তিনি৷ বলা ভালো দাউলতের বিরুদ্ধে সহজ জয় পেলেন পুনিয়া৷

আরও পড়ুন- ‘খেল রত্ন’- থেকে বাদ রাজীব গান্ধীর নাম, নামকরণ ধ্যান চাঁদের নামে, জানালেন মোদী

এর আগে ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন ভাকতের এই কুস্তিগির৷ ওই বছরই এশিয়ান গেমসেও সোনা জেতেন তিনি৷ এবার টোকিও অলিম্পিক্সেও পদক এল তাঁর ঝুলিতে৷ সোনা না এলেও বজরং পুনিয়ার হাত ধরে ছয় নম্বর পদক এল ভারতে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 16 =