টোকিও: নিজের ২০০ শতাংশ দিয়েছিলেন কিন্তু সেমিফাইনালের কঠিন লড়াইয়ে হার মানতে হলো কুস্তিগীর বজরং পুনিয়াকে। তিনি হারলেন তিন বারের বিশ্বচ্যাম্পিয়নের কাছে। আজারবাইজানের শক্তিশালী কুস্তিগীরের বিরুদ্ধে লড়েও শেষ পর্যন্ত হার স্বীকার করতে হলো দেশের এই তারকা কুস্তিগীরকে। সোনা বা রুপোর আশা ভঙ্গ হল ঠিকই, কিন্তু এখনো ব্রোঞ্জ পদক পাওয়ার আশা জিইয়ে রাখলেন তিনি।
ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে রিও অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ী তথা তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন হাজি আলিয়েভের কাছে ৫-১২ ব্যবধানে পরাজিত হলেন বজরং। তবে পদকের সম্ভাবনা এখনও শেষ হয়নি তাঁর। কোয়ার্টার ফাইনালে ইরানের কুস্তিগীরকে হারিয়ে ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন বজরং। স্বাভাবিক ভাবেই তাঁকে নিয়ে আরও প্রত্যাশা বেড়ে গিয়েছিল। কিন্তু সেমিফাইনালে সোনা জয়ের আশা হতাশায় পরিণত হল।