ক্রিকেটের খুনি হনুমা বিহারী! সিডনি টেস্ট নিয়ে বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী বাবুলের

ভারতের ড্র নিয়ে মুখ খুলে বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

08d4f1613603212e654ef35821796258

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার মারকাটারি বোলিং এবং তাদের স্লেজিং প্রতিরোধ করে সিডনি টেস্টের পঞ্চম দিনের শেষ চার ঘণ্টা অনবদ্য লড়াই করেছে ভারত। হনুমা বিহারি এবং রবীচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত ইনিংস হারা ম্যাচ ড্র করতে সাহায্য করেছে ভারতকে। ভারতীয় ব্যাটসম্যান এর এই অনবদ্য পারফরম্যান্স দেখে গোটা দেশ উচ্ছাস প্রকাশ করছে। কিন্তু স্রোতের উল্টো দিকে বয়ে সিডনির টেস্টে ভারতের ড্র নিয়ে মুখ খুলে বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বিস্ফোরক মন্তব্য করে তিনি বললেন, হনুমা বিহারী রীতিমতো ক্রিকেটকে খুন করল! 

যেভাবে চলছিল তাতে ভারতের অনেক আগেই হেরে যাওয়ার কথা। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে অশ্বিনের সঙ্গে যেভাবে হারা ম্যাচ ড্র করালেন হনুমা বিহারী তাতে তাঁকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। বিশ্বমানের ব্যাট করে এদিন তিনি করেছেন ১৬১ বলে‌ ২৩ রান! এইভাবে দাঁত কামড়ে মাটিতে পড়ে থাকার মতো পারফর্মেন্স অস্ট্রেলিয়াকে জিততে দেয়নি। এই রেকর্ড তুলনীয় পারফরমেন্স দেখার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র মনে হয়েছে হনুমা বিহারী নাকি ক্রিকেটকে খুন করেছেন! এই প্রসঙ্গে তিনি টুইট করে লিখেছেন, “১০৯ বল খেলে মাত্র ৭ রান! অপ্রিয় হলেও আসল কথা হল হনুমা বিহারী শুধু যে ভারতের জয়ের সম্ভাবনাকে নষ্ট করল তা নয়, ক্রিকেটেরও খুন করল। জিততে পারি, এই মনোভাব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাও কিন্তু অপরাধ। হনুমা মারার বলে অন্তত বাউন্ডারি পাওয়ার মতো শট খেললে ভারত ঐতিহাসিক জয় পেতে পারত। পন্থ যে ক্রিকেটটা খেলল, সেটা হয়তো কেউই আশা করেনি। হনুমা সেট ব্যাটসম্যান ছিল, তাই আমার মনে হয় খারাপ বলগুলোতে ও বাউন্ডারি মারতেই পারত।”। বাবুল সুপ্রিয়র এই মন্তব্য একেবারেই ভালোভাবে নেয়নি নেটিজেনরা। টুইট করার সঙ্গে সঙ্গে প্রবল প্রতিক্রিয়া শুরু হয়েছে নেট পাড়ায়। অধিকাংশ মানুষ আক্রমণ করছেন বাবুল সুপ্রিয়কে।

ইতিমধ্যেই হনুমার চোটের স্ক্যান করানো হয়েছে। মঙ্গলবার সন্ধের দিকে তার রিপোর্ট আসতে পারে বলে খবর। গাব্বায় যে তাঁর খেলার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। চোটের কারণেই এবার ছিটকে গেলেন বিহারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *