Aajbikel

প্রেমের পিচে ছক্কা হাঁকাচ্ছেন শ্রেয়স, ‘পাকিস্তানের অনুষ্কা’য় মজেছেন বাবর!

 | 
বাবর শ্রেয়স

মুম্বই: সদ্য সমাপ্ত হয়েছে ক্রিকেট বিশ্বকাপ৷ আমেদাবাদে সাবরমতীর তীরে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের৷ দশে দশ পেয়ে ফাইনালে যাওয়া রোহিতের দলকে হারতে হয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে৷ তবে দেশবাসীর মন জিতে নিয়েছে ভারতীয় দল৷ 


ভারত বরাবরই ক্রিকেট পাগল দেশ৷ বাইশ গজের খেলা নিয়ে সবসময়ই রয়েছে বাড়তি উন্মাদনা৷ তবে শুধু খেলা নিয়ে নয়, খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন নিয়েও কৌতুহলের খামতি নেই৷ বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, কেএল রাহুল কিংবা মহম্মদ শামি, সকলের ব্যক্তিগত জীবন নিয়ে কমবেশি চর্চা চলেছে৷ ক্রিকেটারদের লাভ লাইফ নিয়েও আগ্রহের অন্ত নেই৷ ক্রিকেট মাঠের বাইরে প্রেমের পিচেও ছক্কা হাঁকান তাঁরা৷ এ কথা আর কারও অজানা নয়৷ আর এবার ফোকাস কাড়লেন শ্রেয়স আইয়ার৷ 


ভারতীয় ক্রিকেট দলের এই তারকা ব্যাটার অবশ্য চলতি বিশ্বকাপের শুরুটা বেশ খারাপই করেছিলেন। তবে, টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই নিজেকে মেলে ধরেছেন৷ দুর্দান্ত ছন্দে কামব্যাক করেছেন পিচে। শ্রেয়সের সেই পারফরম্যান্সে উচ্ছ্বসিত 'মিস্ট্রি গার্ল'! সেই ছবিই ভাইরাল হতেই শোরগোল৷ ব্যাপারটা কী? 


নিজের প্রেমিকার সম্পর্কে একেবারেই স্পিকটি নয় শ্রেয়স৷ কিন্তু তিনি মুখে কুলুপ আঁটলেও তাঁর গার্লফ্রেন্ডের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। বেশ কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, শ্রেয়স আইয়ার নাকি তৃষা কুলকার্নির প্রেমে হাবুডুবু খাচ্ছেন।


গোটা বিশ্বকাপ টুর্নামেন্টে তৃষাকে ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী এবং গার্লফ্রেন্ডের পাশেই বসে থাকতে দেখা গিয়েছে। অনুষ্কা শর্মা, ঋতিকা সাজদেহ, প্রীতি নারায়ণ এবং রিভাবার পাশেই ছিল তৃষার উজ্জ্বল উপস্থিতি৷ যা শ্রেয়সের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন আরও উস্কে দিয়েছে। শুধু খেলার মাঠই নয়, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলের দিওয়ালি পার্টিতেও শ্রেয়সের পাশে দেখা মিলেছে তৃষার৷ তবে কি তৃষাই হতে চলেছে শ্রেয়সের বেটার হাফ? 

এদিকে, ক্রিকেট বিশ্বকাপে ছন্নছাড়া পারফরম্যান্স করেছে পাকিস্তান৷ বিশ্বকাপে দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে তিনটি ফরম্যাটেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। তবে  খেলার পরিসরের বাইরে বাবরের ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে বহু বিতর্ক।


পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক বাবর এখনও বিয়ে করেননি। তবে বিভিন্ন সময়ে একাধিক মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। সম্প্রতি তাঁর নাম জড়িয়েছে পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে৷ শোনা যাচ্ছে হানিয়ার সঙ্গে নাকি প্রেম করছেন প্রাক্তন পাক অধিনায়ক। কেউ কেউ তো বলছেন, বাবরের শয়নে-স্বপনে এখন নাকি শুধুই হানিয়া।


বাবর এবং হানিয়ার অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই এই যুগলকে নিয়ে চড়েছে উত্তেজনার পারদ৷ এই তারকী জুটিকে নিয়ে বেশ কিছু ভিডিয়ো এবং রিলও বানিয়ে ফেলেছেন তাঁরা। সে সবই এখন নেটপাড়ায় ভাইরাল৷ সেই সব ভিডিয়োতে আবার কমেন্ট করেছেন বাবর-হানিয়া৷ এমনই একটি ভিডিয়োতে হানিয়াকে সরাসরি ‘সুন্দরী’ বলে অভিহিত করেছেন পাকিস্তানি ব্যাটার।


আবার অন্য এক ভিডিয়োতে বাবরের সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন হানিয়া৷ এই মাখোমাখো প্রেম দেখে বাবর-হানিয়া ‘জুটি’কে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার সঙ্গে তুলনা করতে শুরু করেছেন ভক্তরা। বিরাট-অনুষ্কার একটি ভিডিয়োয় বাবর এবং হানিয়ার মুখ বসিয়ে সোশ্যাল মিডিয়ায় তা পোস্টও করা হয়েছে। এর পর থেকেই হানিয়াকে ‘পাকিস্তানের অনুষ্কা শর্মা’ বলে ডাকতে শুরু করেছেন অনেকে। যদিও বাবর বা হানিয়া, কেউই প্রেম নিয়ে মুখ খোলেননি। ফলে আদৌ তাঁরা সম্পর্কে রয়েছেন, না কি সবটাই গুঞ্জন, তা নিশ্চিত নয়৷ 

Around The Web

Trending News

You May like