আর অধিনায়ক নন! ক্রিকেট থেকে নেতৃত্বই ছেড়ে দিলেন বাবর

আর অধিনায়ক নন! ক্রিকেট থেকে নেতৃত্বই ছেড়ে দিলেন বাবর

babar azam

লাহোর: বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছে দল। পরপর ম্যাচ হারে সমালোচিত হয়েছে খেলোয়াড়রা। এবার বিশ্বকাপের মাঝেই আরও বড় ডামাডোল পাকিস্তানে। কারণ আচমকা সব ধরনের ক্রিকেট থেকে নেতৃত্ব ছেড়ে দিলেন বাবর আজম। ভারত থেকে দেশে ফিরেই এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়ে দিয়েছেন। পাকিস্তানের পরবর্তী অধিনায়ক কে হবেন, তা এখন ধোঁয়াশার মধ্যে আছে। 

তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়ার কথা নিজেই ঘোষণা করেছেন বাবর আজম। তাঁর কথায়, নেতৃত্ব ছাড়লেও তিনি পাকিস্তানের হয়ে ওয়ান ডে, টেস্ট, টি-২০, তিন ফরম্যাটেই ক্রিকেট খেলবেন। নতুন অধিনায়ককে সব রকম সাহায্য করার বার্তাও তিনি দিয়েছেন। প্রসঙ্গত, এ বারের বিশ্বকাপে খেলতে আসার আগে একটা সময় এক দিনের ক্রিকেটে এক নম্বর দল ছিল পাকিস্তান। সেই দল বিশ্বকাপের সেমিফাইনালেই উঠতে পারেনি। ভারতের কাছে তো আবার হারতেই হয়েছে, আফগানিস্তানও তাদের হারিয়েছে এবারে। 

উল্লেখ্য, ২০১৯ সালে বাবরকে অধিনায়ক করা হয়েছিল পাকিস্তানের। তারপর থেকে পাকিস্তানের সার্বিক পারফর্মেন্স যে খুব খারাপ গিয়েছে তা নয়। কিন্তু এবারের বিশ্বকাপটাই হয়তো টার্নিং পয়েন্ট হয়েছে বাবরের জন্য বলে মনে করছেন অনেকে। ব্যাটিংয়েও তেমন কিছু করে দেখাতে পারেননি তিনি। অধিকাংশ সময়ই তাঁকে ভারতের বিরাট কোহলির সঙ্গে তুলনা করে পাক জনতা। কিন্তু চলতি বিশ্বকাপে বিরাট স্বপ্নের ফর্মে রয়েছেন। আর বাবর সব ক্ষেত্রেই হোঁচট খেলেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *