Tokyo Paralympics 2020: ফের ভারতের ঝুলিতে পদক, শুটিংয়ে সোনা জয় আভনির

Tokyo Paralympics 2020: ফের ভারতের ঝুলিতে পদক, শুটিংয়ে সোনা জয় আভনির

টোকিও:  ভারতের হয়ে প্যারালিম্পিক্সে  প্রথম পদক এনে দিয়েছিলেন ভাবিনাবেন প্যাটেল। মহিলা টেবিল টেনিসে পদক জেতেন তিনি৷ এর পর হাই জাম্পে রুপো জেতেন নিষাদ কুমার। রবিবার প্যারালিম্পিক্সে ভারতের ঝুলি পদকে ভরার পর সোমবারের শুরুটাও হল দারুণভাবে। সকাল সকাল শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল স্ট্য়ান্ডিং এসএইচ ১ ইভেন্টে সোনা জিতলেন আভনি লেখারা। 

আরও পড়ুন- Tokyo Paralympics 2020: দ্বিতীয় পদক ভারতের, এবার হাই জাম্পে

এই বছরই প্রথম প্যারা অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন রাজস্থানের কন্যা আভনি লেখারা৷ আর প্রথমবারেই সফল৷ তবে শুরুটা একটু ধীরেই করেছিলেন তিনি৷ ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা পর্বে আভনি শেষ করেছিলেন সপ্তম স্থানে৷ কিন্তু  ছয় রাউন্ড ও ৬০টি শটের পরে দুরন্ত কামব্যাক করে ৬২১.৭ স্কোর করে  পদক জয়ের স্বপ্ন দেখান এই রাজস্থানী তরুণী৷ আ ফাইনালে শুধু পদকই জিতলেন না,  গড়লেন বিশ্ব রেকর্ড৷ ১৯ বছরের এই শ্যুটারের স্কোর ২৪৯.৬৷ 

আরও পড়ুন- ৫৪ মিনিটে ধসে পড়ল ভারত, হেডিংলি টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

প্রসঙ্গত, এই বার টোকিও প্যারালিম্পিক্সে এটাই প্রথম স্বর্ণপদক৷ এই নিয়ে মোট চারটি পদক জিতল ভারত৷ আভনিই প্যারালিম্পিক্সের প্রথম স্বর্ণজয়ী মহিলা ও চতুর্থ ভারতীয়৷ প্রসঙ্গত, এসএইচ১ ইভেন্টে অ্যাথলিটরা নিজেদের হাতে রাইফেল ধরেন৷ কিন্তু তাঁদের পায়ে সমস্যা থাকে। কখনও অ্যাম্পুটেশন, কখনও বা প্যারাপ্লেগিয়ার মতো রোগ এর জন্য দায়ী৷ ভাবনা প্যারাপ্লেগিয়ার সমস্যা রয়েছে৷ তাই তিনি বসেই পারফর্ম করেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 16 =