প্যারালিম্পিক্সে অবনীর হাত ধরে শ্যুটিং-এ সোনা এল ভারতে, ব্রোঞ্জ জিতলেন মোনা

কলকাতা: প্যারিস প্যারালিম্পিক্সে খাতা খুলল ভারত৷ প্রথম পদক এল ভারতের ঝুলিতে৷ তাও আবার জোড়া পদক৷ ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন অবনী লেখারা। সেই সঙ্গে…

কলকাতা: প্যারিস প্যারালিম্পিক্সে খাতা খুলল ভারত৷ প্রথম পদক এল ভারতের ঝুলিতে৷ তাও আবার জোড়া পদক৷ ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন অবনী লেখারা। সেই সঙ্গে ভাঙলেন নিজের পুরনো রেকর্ড৷ এতদিন তাঁর সেরা পারফরম্যান্স ছিল টোকিও প্যারালিম্পিক্সের ২৪৯.৬ স্কোর৷ চলতি প্যারিস প্যারালিম্পিক্সে সেই রেকর্ড ভেঙে ২৪৯.৭ স্কোর করেছেন অবনী। সোনা জেতেন ভারতীয় শ্যুটার৷ এই একই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন ভারতের আরও এক শ্যুটার মোনা আগরওয়াল।

টোকিয়ো প্যারালিম্পিক্সেও সোনা জয়ী অবনীকে ঘিরে এ বারও প্রত্যাশা ছিল তুঙ্গে। হতাশ করেননি তিনি। ফাইনালে অবনী ২৪৯.৭ স্কোর করে সোনা জিতেছেন। ২৪৬.৮ স্কোর করে রুপো জেতেন দক্ষিণ কোরিয়ার উনরি লি। অর্থাৎ, প্রায় ৩ পয়েন্ট বেশি পেয়ে প্রথম স্থান দখল করে অবনী। শুটিংয়ের ক্ষেত্রে এই ব্যবধান  বড় ব্যবধান। এই ইভেন্টেই ২২৮.৭ স্কোর করে তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ জিতেছেন মোনা।