লিডস: ফের বিদেশের মাঠে দর্শকদের পক্ষ থেকে হেনস্তার শিকার হতে হল ভারতীয় খেলোয়াড়কে। এবারেও শিকার সেই মহম্মদ সিরাজ। চলতি বছরেই অস্ট্রেলিয়া সিরিজে সিডনি টেস্টে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন সিরাজ। সিডনির পর এবার হেডিংলিতেও হেনস্তার শিকার হতে হল সিরাজকে। অভিযোগ, বুধবার হেডিংলিতে তৃতীয় টেস্ট চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় দর্শকদের থেকে মহম্মদ সিরাজকে লক্ষ্য করে একটি বল ছোঁড়া হয়। তবে ভারতীয় দলের পক্ষ থেকে এই নিয়ে সরকারীভাবে এখনও কোনো অভিযোগ করা হয়নি।
বুধবার হেডিংলি টেস্টের প্রথম দিনের পরে সাংবাদিক সম্মেলনে ঋষভ পন্থ জানালেন, “ফিল্ডিং করার সময় মহম্মদ সিরাজের দিকে বল জাতীয় কিছু ছোঁড়া হয়। দর্শকরা মাঠের বাইরে যা খুশি করতে পারে মাঠের মধ্যে কিছু ছোঁড়া অন্যায়। এতে আমাদের অধিনায়ক বিরাটও যথেষ্ট বিরক্ত।” চলতি সিরিজে সিরাজই প্রথম নয়, লর্ডসে কে এল রাহুলের দিকেও নাকি শ্যাম্পেনের ছিপি বা কর্ক ছোঁড়া হয়।
তবে হেডিংলির এই ঘটনায় সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের উদ্দেশ্যে বলা মহম্মদ সিরাজের উত্তর। তিনি ইংরেজ দর্শকদের দিকে ফিরে হাতের ইশারায় এক ও শূন্য দেখান। পাঁচ টেস্টের চলতি সিরিজে ভারত যে এখনও ১-০ এগিয়ে রয়েছে সেটাই বোঝানোর চেষ্টা করেন সিরাজ। তার এই জবাব নেট মাধ্যমে কার্যত ভাইরাল হয়ে গিয়েছে।