খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত রবিচন্দ্রন অশ্বিন ও মিতালি রাজ, এগিয়ে সুনীল ছেত্রী

খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত রবিচন্দ্রন অশ্বিন ও মিতালি রাজ, এগিয়ে সুনীল ছেত্রী

নয়াদিল্লি: চলতি বছরের খেলরত্ন পুরস্কারের জন্য দুজনের নাম মনোনীত করল ভারতের সর্বোচ্চ ক্রিকেট বোর্ড বিসিসিআই। একজন রবিচন্দ্রন অশ্বিন এবং অন্যজন মিতালি রাজ। এছাড়াও খেলরত্ন পুরস্কারের জন্য এবার ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর নামও মনোনীত করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অন্যদিকে, এবার ভারতীয় ক্রিকেট দল থেকে তিনজনের নাম অর্জুন পুরস্কারের জন্য পাঠানো হয়েছে। তারা হলেন শিখর ধাওয়ান, কে এল রাহুল এবং যশপ্রীত বুমরাহ।

দীর্ঘ ২২ বছর ধরে দেশের হয়ে জাতীয় দলে খেলছেন মিতালি রাজ। এই মুহূর্তে তিনি ভারতীয় টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক। একদিনের ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ৭০০০-এরও বেশি রান। অন্যদিকে, বর্তমান ভারতীয় ক্রিকেট দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রবিচন্দ্রন অশ্বিন। সে টেস্ট হোক কিংবা একদিনের খেলা। সদ্য সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করেছেন। তিনিও এখন টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর স্পিনার। লাল বলের ক্রিকেটে ৪১৩টি উইকেটের মালিক অশ্বিন। ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল থেকে এই দুজনের নাম জমা দেওয়া হয়েছে খেলরত্ন পুরস্কারের জন্য।

খেলরত্ন পুরস্কারের জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মনোনীত করেছে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর নাম। কিছুদিন আগেই দেশের জার্সিতে গোলের নিরিখে তিনি পেরিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনীয় মহাতারকা লিওনেল মেসিকে। ভারতের জার্সি গায়ে তিনিই সর্বোচ্চ গোলদাতা। বিশ্ব ফুটবলে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সেরা দশ জনের মধ্যে রয়েছেন তিনি। এছাড়াও ভারতের টেনিস ফেডারেশন খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে অঙ্কিতা রায়না ও প্রজ্ঞাশ গুণেশ্বরনের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =