অনুশীলন চলাকালীন মাথায় গুরুতর চোট পেলেন অশোক দিন্দা

বাংলা অনুশীলন চলাকালীন মাথায় গুরুতর চোট পেলেন পেসার অশোক দিন্দা। ভিভিএস লক্ষ্মণের অধীনে সোমবারই ছিল বাংলার প্রথম শিবির। হাইকোর্ট এন্ড থেকে বল করার সময় দিন্দার একটি ফুলটসে সজোরে স্ট্রেট ড্রাইভ করেন ব্যাটসম্যান বিবেক সিং। মুখ বাঁচাতে গিয়ে হাতও সামনে আনেন দিন্দা। তাঁর কপালে বল লাগলে মাটিতে লুটিয়ে পড়েন বাংলার অভিজ্ঞ এই বোলার। প্রায় পাঁচ মিনিট

অনুশীলন চলাকালীন মাথায় গুরুতর চোট পেলেন অশোক দিন্দা

বাংলা অনুশীলন চলাকালীন মাথায় গুরুতর চোট পেলেন পেসার অশোক দিন্দা। ভিভিএস লক্ষ্মণের অধীনে সোমবারই ছিল বাংলার প্রথম শিবির। হাইকোর্ট এন্ড থেকে বল করার সময় দিন্দার একটি ফুলটসে সজোরে স্ট্রেট ড্রাইভ করেন ব্যাটসম্যান বিবেক সিং।

মুখ বাঁচাতে গিয়ে হাতও সামনে আনেন দিন্দা। তাঁর কপালে বল লাগলে মাটিতে লুটিয়ে পড়েন বাংলার অভিজ্ঞ এই বোলার। প্রায় পাঁচ মিনিট উঠতেই পারেননি। বাকি খেলোয়াড় ও মেডিক্যাল স্টাফ তৎক্ষণাৎ ছুটে যান। কোনওরকম রক্তক্ষরণ হয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তারপর উঠে নিজের ওভার শেষ করেন। যদিও তারপরই মাঠ ছাড়েন। মাঠ ছাড়ার সময় ইঙ্গিত করেন সুস্থ অনুভব করছেন না। বাংলা দলের পক্ষ থেকে জানানো হয়েছে , তিনি বিপন্মুক্ত। স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে দিন্দাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + nine =