কলকাতা: বিশ্বের প্রথম প্রতিবন্ধী মহিলা হিসেবে আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনশন ম্যাসিফ জয় করলেন ভারতীয় পর্বতারোহী অরুণিমা সিনহা। শুক্রবার দুপুরের দিকে তিনি ৪৮৯২ মিটারের শৃঙ্গে সফলভাবে আরোহণ করেন। তাঁর এই সাফল্যে স্বভাবতই খুশি ভারতীয় পর্বতারোহী মহল। বিশেষ করে ২০১১ সালে এক ঘটনায় তাঁর দুটি পা বাদ চলে যাওয়ার পর ২০১৩ সালে এভারেস্ট জয় এবং এরপরে একে একে সাত মহাদেশের সাত সর্বোচ্চশৃঙ্গ জয়ের লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছেন। সেই লক্ষ্যেই আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ আরোহণ সত্যিই বড় সাফল্য। পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়া এই পর্বতারোহীর এদিনের সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তিনি বলেছেন, অভিনন্দন অরুণিমাকে। তিনি দেশের গর্ব। তাঁর কঠিন পরিশ্রমকে কুর্নিশ জানাতেই হচ্ছে। ভবিষ্যতেও তিনি আরও সাফল্য পাবেন এই আশা রাখছি।
কৃত্রিম পায়ে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় অরুণিমা সিনহার
কলকাতা: বিশ্বের প্রথম প্রতিবন্ধী মহিলা হিসেবে আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনশন ম্যাসিফ জয় করলেন ভারতীয় পর্বতারোহী অরুণিমা সিনহা। শুক্রবার দুপুরের দিকে তিনি ৪৮৯২ মিটারের শৃঙ্গে সফলভাবে আরোহণ করেন। তাঁর এই সাফল্যে স্বভাবতই খুশি ভারতীয় পর্বতারোহী মহল। বিশেষ করে ২০১১ সালে এক ঘটনায় তাঁর দুটি পা বাদ চলে যাওয়ার পর ২০১৩ সালে এভারেস্ট জয় এবং