Aajbikel

সমর্থকদের জন্য একগুচ্ছ নিষেধাজ্ঞা! ডার্বি দেখতে আসতে পারেন অরিজিৎ সিং

 | 
derby

কলকাতা: শনিবার এই মরশুমের প্রথম কলকাতা ডার্বি। আরও একবার বাংলা বা বাঙালি ভাগ হয়ে যাবে দুই ভাগে। কিন্তু প্রতিবারের মতো যে ছবি স্টেডিয়ামে ধরা পড়ে সেগুলি হয়তো আগামীকাল দেখতে পাওয়া যাবে না। কারণ সমর্থকদের জন্য একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এদিকে দুই দলের সমর্থকদের জন্য ভালো খবর এই যে, শনিবার ডার্বি দেখতে আসতে পারেন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক তথা বাংলার গর্ব অরিজিৎ সিং। সব মিলিয়ে শনিবারের বড় ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। 

বিধাননগর পুলিশ কমিশনারেট জানিয়েছে, ডুরান্ড ডার্বি দেখতে মোট ৬৩ হাজার ৫০০ জন দর্শক আসতে পারেন। সেইভাবেই টিকিট ছাড়া হ্যেছে। আর নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের জন্য প্রায় ২ হাজার ৬০০ জন পুলিশকর্মী থাকবেন। এঁদের মধ্যে অন্তত ১৮ জন ডিসি এবং অ্যাডিশনাল ডিসি র‍্যাঙ্কের অফিসার। বলাই বাহুল্য কলকাতা ডার্বি ম্যাচের পরিচিত দৃশ্য হল ব্যানার, পোস্টার, টিফো ঝোলানো, ড্রাম বাজানো, বাজি পোড়ানো। কিন্তু এবার তা হবে না। কারণ এমন জিনিস নিয়ে মাঠের ভেতরে প্রবেশ করা নিষেধ হয়ে গিয়েছে। নিষেধাজ্ঞা রয়েছে জলের বোতল এবং ছাতাতেও। পাশাপাশি জানানো হয়েছে, ৪.৪৫-এ খেলা শুরু হলেও দুপুর আড়াইটের মধ্যে খুলে দেওয়া হবে গেট। সমর্থকদের অনুরোধ করা হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে এসে যেতে। 

একই সঙ্গে জানা গিয়েছে, শনিবাসরীয় ডার্বি দেখতে ভিআইপি বক্সে থাকতে পারেন অরিজিৎ সিং। আগে অ্যাটলেটিকো ডি কলকাতার থিম সং গাওয়ার সঙ্গে ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষে গানও গেয়েছিলেন বলিউডের এই বিখ্যাত গায়ক। আবার ২০২৩ সালে ডুরান্ড কাপের থিম সং ‘ভিডে’ও গেয়েছেন তিনি। তাঁর ফুটবল চর্চা নিয়েও সকলে অবগত। তাই তাঁকে স্টেডিয়ামে দেখা গেলে অবাক হতে হবে না।   

Around The Web

Trending News

You May like