দুরন্ত ছন্দে মেসি, দলের রক্ষণ! অনায়াসে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ শীর্ষে আর্জেন্টিনা

দুরন্ত ছন্দে মেসি, দলের রক্ষণ! অনায়াসে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ শীর্ষে আর্জেন্টিনা

9fa86c56781d1f600e1515ab60263450

ব্রাসিলিয়া: প্রথম ম্যাচে চিলির সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারালো আর্জেন্টিনা। ম্যাচের ১৩ মিনিটেই লিও মেসির ভাসানো ক্রসে মাথা ছুঁইয়ে গোল করে দেন গুইডো রড্রিগুয়েজ। এরপর সারা ম্যাচে প্রচুর চেষ্টা করেও গোলের সন্ধান পাননি সুয়ারেজরা। এমনকি গোটা ৯০ মিনিটে একবারের জন্যও তিনকাঠিতে শট করতে পারেনি উরুগুয়ে।

কোপা আমেরিকা ২০২১-এর প্রথম ম্যাচে লিও মেসির অসাধারণ ফ্রি-কিক থেকে গোলের পরও চিলির সঙ্গে ড্র করে ১ পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছিল আর্জেন্টিনাকে। তাই উরুগুয়ের সঙ্গে দ্বিতীয় ম্যাচে জয়টা খুবই প্রয়োজনীয় ছিল। এদিন নীল-সাদা জার্সির ছেলেরা সেই জয়ের জন্যই খেলেছে। এদিনের ম্যাচে নজর কেড়েছে আর্জেন্টিনার জমাট অপ্রতিরোধ্য ডিফেন্স। সেই রক্ষণের প্রাচীর ভেদ করে একবারও আর্জেন্টিনার গোলের কাছাকাছিও পৌঁছতে পারেনি উরুগুয়ে। দুই বিশ্বমানের তারকা ফরোয়ার্ড সুয়ারেজ ও কাভানিকে নিয়েও গোলের মুখ খুলতেই পারেনি উরুগুয়ের খেলোয়াড়রা।

বরং রক্ষণকে নিশ্ছিদ্র ও অপ্রতিরোধ্য করে বারবার আক্রমণে গিয়ে ভয়ঙ্কর কিছু গোলের সম্ভাবনা তৈরি করেছে আর্জেন্টিনা। আর লিওনেল মেসি, এদিন তাকে দেখে তার কোপা আমেরিকা জয়ের অপূর্ণ স্বপ্নের কথা মনে হয়েছে বারবার। ৩৩ বছর বয়সী লিও এদিন গোটা ম্যাচ ছটফট করেছেন গোলের জন্য। যখনই পায়ে বল পেয়েছেন দপ করে জ্বলে উঠেছেন। পায়ে আঠার মত বল লাগিয়ে তীব্র অথচ সর্পিল গতিতে একেরপর এক ডিফেন্ডারকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন গোলের দিকে। যদিও শেষ পর্যন্ত ৪-৫জন ডিফেন্ডার একসঙ্গে ঘিরে ধরে না হলে ইচ্ছাকৃতভাবে ফাউল করে কোনোমতে তাকে থামিয়েছে উরুগুয়ের খেলোয়াড়রা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন গ্রুপ বি-এর শীর্ষে আছে আর্জেন্টিনা। মঙ্গলবার ভারতীয় সময় ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের বিরুদ্ধে নামবে লিও মেসির আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *