India vs England: আবারও শতরান রুটের, ভারতের হাতের বাইরে তৃতীয় টেস্টের রাশ

India vs England: আবারও শতরান রুটের, ভারতের হাতের বাইরে তৃতীয় টেস্টের রাশ

লিডস: ৮ উইকেটের বিনিময়ে হেডিংলি টেস্ট কার্যত ভারতের হাত থেকে ছিনিয়ে নেওয়ার পথে ইংরেজরা। নিজের অনবদ্য ফর্ম বজায় রেখে ফের শতরান করলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। দ্বিতীয় দিনের খেলার শেষে বিরাট কোহলির দলের থেকে ৩৪৫ রান এগিয়ে রয়েছে ইংল্যান্ড। রান পেয়েছেন ইংল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যান। ৩ উইকেট নিয়ে কোনোমতে ভারতকে খেলায় টিকিয়ে রেখেছেন মহম্মদ শামি। 

প্রথম ইনিংসে ভারত ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বনিম্ন রান ৭৮-এ অলআউট হয়ে গিয়েছে বিরাট কোহলিরা। অ্যান্ডারসন-রবিনসন-ওভারটনদের আগুনে পেস সামলাতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। তারপর সময় নিয়ে প্রথম ইনিংস গড়ে সুবিশাল রানের পাহাড়ের দিকে এগিয়েছে ব্রিটিশরা। প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ১২০ রান করেছিল। দুই ওপেনার বার্নস ও হামিদ দুজনেই অর্ধশতরানের গণ্ডি পেরিয়েছিল। দ্বিতীয় দিনেও নিয়ন্ত্রিত খেলা শুরু করেছিল তারা। কিন্তু প্রথম সেশনে একঘন্টার মধ্যেই বার্নসকে (১৫৩ বলে ৬১ রান) বোল্ড করে সাজঘরে পাঠান মহম্মদ শামি। হামিদকেও (১৯৫ বলে ৬৮ রান) বোল্ড করেন রবীন্দ্র জাদেজা। 

এরপর ডেভিড মালানকে সঙ্গে নিয়ে বড় রানের লক্ষ্যে এগিয়ে যান অধিনায়ক জো রুট। ১২৮ বলে ৭০ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মালান। এরপর অধিনায়ককে কিছুক্ষণের জন্য সঙ্গ দেন জনি বেয়ারস্টো (৪৩ বলে ২৯ রান)। ইতিমধ্যেই সিরিজের তৃতীয় শতরান করেন রুট। ১৬৫ বলে ১২১ রান করে যশপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। বেয়ারস্টোকেও আউট করেন মহম্মদ শামি। শেষ কালে নবম উইকেটে ফের জোর লড়াই শুরু করেন ক্রেগ ওভারটন ও স্যাম কারেন। দ্বিতীয় দিনের খেলার শেষে ৮ উইকেটে ৪২৩ রান করেছে ইংল্যান্ড। ভারতের থেকে ৩৪৫ রানে এগিয়ে রয়েছে জো রুটের দল। ভারতের জন্য এই ম্যাচে ফিরে আসা কার্যত অসম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 8 =