আর কি ডার্বি হচ্ছে? ডুরান্ড কাপের কোয়ার্টারের সূচি ঘোষিত

কলকাতা: গ্রুপ লিগের সব ম্যাচ শেষ হওয়ার আগেই কোয়াটার ফাইনালের চূড়ান্ত সূচি প্রকাশ করে দিল ডুরান্ড কমিটি। মঙ্গলবার রাতে এই সূচি লটারির পর প্রকাশ করার কথা থাকলেও তা এদিন দুপুরেই প্রকাশ করে দেওয়া হল। অবশ্য সোমবার রাত থেকেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল যে কোন দল কার সঙ্গে খেলবে। সেটার সরকারি ঘোষণা বাকি ছিল। আজ তা হয়ে যাওয়ায় সমর্থকদের মধ্যে উন্মাদনা আরও বেড়েছে। তাহলে কি ফের ডার্বি হচ্ছে ডুরান্ড কাপে?
যে সূচি প্রকাশ পেয়েছে তা দেখলে বোঝা যাবে, ফাইনাল ছাড়া ডুরান্ড কাপে আর কলকাতা ডার্বি হওয়া সম্ভব নয়। কারণ সূচি অনুযায়ী, কোয়াটার ফাইনালে ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে গোকুলাম কেরালার এবং মোহনবাগান মুখোমুখি হচ্ছে মুম্বাই সিটি এফসির। আগামী ২৫ আগস্ট নামছে ইস্টবেঙ্গল, ২৭ আগস্ট নামছে মোহনবাগান। দুই খেলাই যুবভারতীতে। অন্যদিকে ২৪ আগস্ট প্রথম কোয়াটার ফাইনালে মুখোমুখি হচ্ছে নর্থইস্ট ইউনাইটেড এবং ইন্ডিয়ান আর্মি। এই ম্যাচ গুয়াহাটিতে। আর ২৬ তারিখ এফসি গোয়া এবং চেন্নাইয়েন একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। সব ম্যাচ সন্ধে ৬টা থেকে।
এতএব এই ড্র দেখলে বোঝাই যাবে ফাইনাল ছাড়া আর ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হবে না। কলকাতার ফুটবলপ্রেমী মানুষ তাই এখন থেকে চাইছে বাংলার দুই দল ফাইনালে উঠুক। কলকাতা ডার্বি দিয়েই শেষ হোক এবারের ডুরান্ড কাপ। কিন্তু সেটা হওয়া যে যথেষ্ট কঠিন তা বলাই বাহুল্য। কোয়াটারে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ গোকুলাম এমনিতেই 'জায়ান্ট কিলার' নামে পরিচিত। অবশ্যভাবে শক্ত গাট তারা। অন্যদিকে মোহনবাগান নামবে যাদের বিরুদ্ধে সেই মুম্বাই সিটি যে এই মুহূর্তে দেশের অন্যতম সেরা দল তা বলতে দ্বিধা নেই।