Anaya Bangar: ‘নগ্ন ছবি পাঠাতো ক্রিকেটাররা, শুতে চেয়েছে আমার সাথে,’ বিস্ফোরক সঞ্জয় কন্যা

Anaya Bangar মুম্বই:  এখনও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নানান প্রতিকূলতার মুখোমুখি হতে হয় রূপান্তরকামীদের। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার সঞ্জয় বাঙ্গারের সন্তানও সম্প্রতি তুলে ধরলেন তাঁর…

Anaya Bangar's bombshell claim post

Anaya Bangar

মুম্বই:  এখনও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নানান প্রতিকূলতার মুখোমুখি হতে হয় রূপান্তরকামীদের। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার সঞ্জয় বাঙ্গারের সন্তানও সম্প্রতি তুলে ধরলেন তাঁর অতীত জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা। বাবা ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম আলোচিত ওপেনার। তাঁর সন্তান হয়ে কিনা লিঙ্গ পরিবর্তন করবেন! এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায় ক্রীড়া জগতে। একটা সময়ে ক্রিকেটও খেলতেন অনায়া বাঙ্গার। সেই সময়ে তিনি পরিচিত ছিলেন আরিয়ান নামে। এরপর দীর্ঘ ১০ মাসের হরমোন প্রতিস্থাপন থেরাপি ও লিঙ্গ কনফার্মেশন সার্জারির মাধ্যমে ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন ওপেনারের সন্তান আরিয়ান থেকে হয়ে ওঠেন অনয়া। (Anaya Bangar)

Anaya Bangar’s bombshell claim post

সম্প্রতি Lallantop ইউটিউব চ্যানেলকে দেওয়া একটি খোলামেলা সাক্ষাৎকারে অনায়া জানিয়েছেন, অতীতের দিনগুলো মোটেও সহজ ছিল না তাঁর কাছে। একটা সময় চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়েছে তাঁকে। এরপরই রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে অনায়া বলেন, বেশ কিছু ক্রিকেটার তাঁকে নগ্ন ছবি পাঠাতেন মোবাইলে। দিতেন তাঁদের সাথে শোয়ার প্রস্তাবও।

Anaya Bangar spoke out about alleged harassment

অনয়ার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় মাত্র ১২ বছর বয়সে। সেই সময় আরিয়ান বাঙ্গার নামে খ্যাত এই তরুণ ক্রিকেটার খেলেছেন যশস্বী, সরফরাজদের মতো ক্রিকেটারদের সাথেও। নিজের অতীত ক্রিকেট জীবন নিয়ে বলতে গিয়ে অনয়া বলেন, “বেশকিছু নামজাদা ক্রিকেটারের সাথে খেলেছি আমি। অনূর্ধ্ব-১৪-এ মুশির খানের সাথেও খেলেছি। বাবা অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার হওয়ায় ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রেখে চলতে হত। তবে নিরাপত্তাহীনতা ও টক্সিক পুরুষত্বে ভর্তি ক্রিকেট জগত।”

Anaya Bangar

তবে নিজের লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্তে আদৌ কি পাশে পেয়েছিলেন সতীর্থদের? এই প্রশ্নের জবাবে অনয়া জানান, “অনেকেই সাপোর্ট করেছিল। তবে প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল আমাকেও। এমনকি বেশকিছু ক্রিকেটার নগ্ন ছবিও পাঠাতো আমাকে।”

আরও পড়ুন-

Infosys q4 results: কেমন হল Infosys-র চতুর্থ ত্রৈমাসিকের ফল?

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলল কেশরী ২, কত টাকা আয় জানেন?

Zaheer Khan: ভিনধর্মে বিয়ে! জাহির খানের হাতে কন্যাকে তুলে দেওয়া নিয়ে কী বলেছিলেন বাবা-মা?

Mahindra Thar XUV: নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে Mahindra XUV700 ও Thar

চাকরি বাতিল মামলায় সুপ্রিম স্বস্তি রাজ্যের, ৩১ ডিসেম্বর পর্যন্ত বড় নির্দশ