৩০ লক্ষ টাকার চেক বাউন্স করেছে, ধোনির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৩০ লক্ষ টাকার চেক বাউন্স করেছে, ধোনির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

চেন্নাই: তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৮১৯ কোটি টাকা। অথচ সেই ধনকুবের তথা ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দেওয়া একটি ৩০ লক্ষ টাকার চেক নাকি বাউন্স করেছে। আর তাই এবার ধোনির ফাঁসলেন আর্থিক প্রতারণার অভিযোগে। জানা যাচ্ছে সম্প্রতি মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনে একটি এফআইআর দায়ের করেছে অভিযোগকারী এসকে এন্টারপ্রাইজ নামের এক সংস্থা।

অভিযোগ, নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেড নামে একটি সংস্থা ৩০ লক্ষ টাকার চেক দিয়েছিল এসকে এন্টারপ্রাইজকে। সেই চেকটি বাউন্স করেছে। তার পরেই সংস্থাটি বেগুসরাইয়ের থানায় এফআইআর দায়ের করেছে মোট আট জনের বিরুদ্ধে। সেই আট জনের মধ্যেই রয়েছে ধোনির নাম। জানা গিয়েছে, নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেডের থেকে ৩০ লক্ষ টাকার সারের অর্ডার করেছিল এসকে এন্টারপ্রাইস। অভিযোগ, সময় মতো অর্ডার পাঠিয়ে দেওয়া গেলেও চুক্তির টাকা দেওয়া হয়নি। শেষে ৩০ লক্ষ টাকার একটি চেক দিলে তা ব্যাংকে জমা করে এসকে এন্টারপ্রাইস। কিন্তু সেই চেক বাউন্স করে। এরপরই ওই সংস্থাকে আইনি নোটিস পাঠানো হয়। কিন্তু তারও কোনও উত্তর দেয়নি অভিযুক্ত সংস্থা। সেই কারণেই এসকে এন্টারপ্রাইসের নীরজ কুমার নিরালা এই ঘটনায় থানায় আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। যাঁদের মধ্যে রয়েছে ধোনির নামও।
 

উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বিত্তবান ক্রিকেটার ধোনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮১৯ কোটি টাকারও বেশি। ২০২১ সালেও তিনি আয় করেছেন ৭৪.৪৯ কোটি টাকা। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন থেকে তাঁর বার্ষিক আয় ৫০ কোটি টাকার বেশি। তাঁর গ্যারাজ সাজানো বহুমূল্য বাইক এবং গাড়িতে। তাঁর বিরুদ্ধেই আনা হয়েছে ৩০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 13 =