সর্বকালীন সর্বনিম্ন রান টেস্টে! লজ্জার রেকর্ড বিরাটের ভারতের

সকালবেলা ঘুম থেকে উঠে যারা যারা টিভির সামনে ভারতের খেলা দেখতে বসে ছিলেন তারা কেউই হয়তো নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি।

অ্যাডিলেড: সকালবেলা ঘুম থেকে উঠে যারা যারা টিভির সামনে ভারতের খেলা দেখতে বসে ছিলেন তারা কেউই হয়তো নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত এইরকম ব্যাটিং করবে তা কল্পনার বাইরে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডে-নাইট টেস্টের দ্বিতীয় ইনিংসে বিপর্যস্ত ভারতের ব্যাটিং লাইন আপ। বিরাট কোহলির টিম ইন্ডিয়া অলআউট হয়ে গেল মাত্র ৩৬ রানে! ভারতের টেস্টে সবথেকে কম রানের সর্বকালের রেকর্ড গড়লো তারা।

এদিন এই লজ্জার নজির গড়ে ৪৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে বিরাট কোহলি, পৃথী শ’রা। কারণ ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গিয়েছিল ৪২ রানে। এদিন ৩৬ রানে অলআউট হয়ে নতুন লজ্জার নজির করল টিম ইন্ডিয়া। ভারতের ব্যাটসম্যানদের রানের সংখ্যা একটা মোবাইল নম্বর বানিয়ে ফেলা যাবে। ভারতের হয়ে পৃথ্বী শ ৪, মায়াঙ্ক আগরওয়াল ৯, জসপ্রীত বুমরাহ ২, চেতেশ্বর পূজারা ০, বিরাট কোহলি ৪, অজিঙ্কা রাহােন ০, হনুমা বিহারী ৮, ঋদ্ধিমান সাহা ৪, রবিচন্দ্রন অশ্বিন ০,  উমেশ যাদব অপরাজিত ৪ ও মহম্মদ শামি অবসৃত ১ রান করেন।

 

ডিনার ব্রেকের আগে ভারতের রান ছিল ১৫/০। তারপর যেন ঝড় বয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপের উপর। অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জিততে দরকার মাত্র ৯০ রান। টিম ইন্ডিয়ার এই নজিরে হতবাক ক্রিকেট বিশ্ব। বর্তমানের টি-টোয়েন্টি ক্রিকেটে এইরকম স্কোর খুব কমই দেখা যায়। সেই জায়গায় টেস্ট ক্রিকেটে কোন টিমের এক ইনিংসে স্কোর এত কম, এটা যেন কেউ বিশ্বাস করতেই পারছেন না। উল্লেখ্য, সবমিলিয়ে টেস্টের ইতিহাসে এটি যুগ্মভাবে চতুর্থ সর্বনিন্ম স্কোর। টেস্টে সবথেকে কম ২৬ রানে আউট হয়েছে নিউজিল্যান্ড। ৩০, ৩৫ ও ৩৬ রানে অল-আউট হয়েছে দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়া একবার অল-আউট হয় ৩৬ রানে। এবার ভারত আবার এক লজ্জার নজির গড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *