জোড়া গোলে যুবভারতী মাতালেন সুনীল, কম্বোডিয়াকে হারিয়ে এশিয়ান কাপে দুর্দান্ত শুরু ভারতের

জোড়া গোলে যুবভারতী মাতালেন সুনীল, কম্বোডিয়াকে হারিয়ে এশিয়ান কাপে দুর্দান্ত শুরু ভারতের

কলকাতা: ভারতীয় ফুটবল টিমে ত্রাতা সেই সুনীল৷ অনেক আটঘাট বেঁধেও সুনীল ছেত্রীকে আটকাতে পারলেন না কম্বোডিয়ার বিশ্বকাপার কোচ কিউসুকে হোন্ডা৷ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে কম্বোডিয়ার বিরুদ্ধে ভারতের খেলা পুরোপুরি মন ভরাতে না পারলেও সুনীলের জোড়া গোলে ২-০ ব্যবধানে ম্যাচ জেতে ভারত৷ এদিনের ম্যাচে অনেকগুলি সুযোগ হাতছাড়া করেছে ভারত৷ সেগুলি কাজে লাগালে আরও বেশি ব্যবধানে জিততে পারত তাঁরা৷ 

আরও পড়ুন- নতুন অধিনায়ক কে, জানিয়ে দিল বোর্ড, বাদ পড়লেন ঝুলন

এদিকে বয়স ৩৭ হলেও পায়ের জাদুতে তিনি অনেককেই হার মানান৷ সুনীল নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছেন তাতে তুখর রক্ষণ না হলে তাঁকে আটকানো সম্ভব নয়৷ কম্বোডিয়ার বিরদ্ধে ম্যাচে সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল৷ ভারতীয় লেজেন্ড, লিডারের গোলে সহজ জয় পেল ভারত৷ প্রাক্তন বিশ্বকাপার কিউসুকে হোন্ডার দলের ফুটবলাররা ক’বার আক্রমণে নেমেছেন তা নিয়ে সন্দেহ রয়েছে। দু’-একটি শট ছাড়া বাকি সময়টা ভারতের আক্রমণ বাঁচাতেই ব্যস্ত ছিলেন তাঁরা। প্রথম থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে ভারত৷ 

এদিকে, গ্রুপের প্রথম ম্যাচটাকেই ফাইনাল হিসাবে দেখছেন ভারতীয় ফুটবল টিমের ক্যাপ্টেন সুনীল ছেত্রী৷ কারণ, চার দলের গ্রুপে প্রথম ম্যাচ জিততে না পারলে, গ্রুপের শীর্ষস্থান পাওয়াটা কঠিন হয়ে যেত। তাই জেতার জন্য একেবারে শুরু থেকেই ঝাঁপিয়েছিল সুনীলের দল৷ ম্যচের ১৪ মিনিটে বক্সের ভিতর কম্পোডিয়ার ডিফেন্ডারের বিশ্রী ভুলে পেনাল্টি পায় ভারত৷ অভিজ্ঞতায় পরিপূর্ণ সুনীল পেনাল্টি স্পট থেকে গোল করতে ভুল করেননি।  দ্বিতীয় গোলটি করেন দ্বিতীয়ার্ধে৷ 

এদিনের ম্যাচে মূল আকর্ষণ ছিলেন সুনীলই৷ দলের তালিকা প্রকাশের সময় তাঁর নাম স্টেডিয়ামের স্পিকারে ঘোষণা হতেই যে চিৎকারটা হল, তাতেই স্পষ্ট যে দর্শকদের আমন্ত্রণ জানিয়ে তিনি ভুল করেননি।