২২ গজে পাক-বধের পর জাতীয় পতাকা নিতে ‘অস্বীকার’ জয় শাহের! ‘ভণ্ডামি’ খোঁচা অভিষেকের

২২ গজে পাক-বধের পর জাতীয় পতাকা নিতে ‘অস্বীকার’ জয় শাহের! ‘ভণ্ডামি’ খোঁচা অভিষেকের

কলকাতা: এশিয়া কাপ৷ ভারত-পাকিস্তান ম্যাচ৷ গ্যালারিতে তখন টানটান উত্তেজনা৷ তখন জিততে গেলে ভারতের প্রয়োজন ছয় রান৷ বল বাকি তিন৷ বল তখন বাঁ-হাতি স্পিনার মহম্মদ নওয়াজের হাতে৷ ওভারের চতুর্থ বল হেলায় গ্যালারির বাইরে পাঠিয়ে দিলেন হার্দিক পাণ্ড্য৷ গ্যালারিজুড়ে উচ্ছ্বাস৷ চারদিকে তেরঙ্গা৷ এরই মধ্যে মুহূর্তের জন্য ক্যামেরা ঘুরল বিসিসিআই বোর্ড সচিব জয় শাহের দিকে। সেই কয়েক মুহূর্তের ছবিতেই বিতর্ক তুঙ্গে ভাইরাল ভিডিয়ো৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজ বিকেল৷ 

আরও পড়ুন- ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাতেই হার্দিককে চুমু! পাকিস্তানের হারে উচ্ছ্বাস আফগানদের

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যায় ভারত জেতার পর হাতে পতাকা নিতে চাননি জয়৷ যা নিয়ে আসরে নমেছে বিরোধীরা৷ সেই দলে সামিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তুলেছেন বিরোধী নেতারা। ম্যাচের ভিডিয়ো দেখার পরই উত্তাল নেটপাড়া৷ উঠেছে সমালোচনার ঢেউ। ইতিমধ্যে ওই বিতর্কিত ভিডিয়ো পোস্ট করে অভিষেকের কটাক্ষ, ‘অমিতব্যয়ী রাজপুত্র জাতীয় গর্বের কথা জানেন না।’

সোমবার টুইটা করে অভিষেক লেখেন, ‘এই যে জয় শাহ জাতীয় পতাকা হাতে নিয়ে অনীহা প্রকাশ করলেন, এটা আসলে শাসক গোষ্ঠীর (বিজেপি) বৃহত্তর ভণ্ডামির লক্ষণ।’ তিনি আরও লেখেন, ‘ওঁরা নাটকেই মত্ত থাকেন। মূল্যবোধের অভাব। জুমলার সব সীমা অতিক্রম করেছেন। দেশপ্রেমের বড়ই অভাব।’