উইম্বলডনের পুরস্কার অর্থেও ভাগাভাগি, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

উইম্বলডনের পুরস্কার অর্থেও ভাগাভাগি, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

2fedab948fc46d96f1f694ea2202775e

ওয়াশিংটন:  করোনার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বন্ধ করা হয় ঐতিহ্যশালী টেনিস টুর্নামেন্ট উইম্বলডন। জুনের ২৯ থেকে ১২ জুলাই পর্যন্ত টুর্নামেন্ট চলার কথা ছিল এবছর। কিন্তু এই মারণ ভাইরাস এখনও পর্যন্ত দেশের প্রায় ৪৪ হাজার মানুষকে মেরে ফেলেছে ফলে বন্ধ রাখতে হয়েছে এই টুর্নামেন্ট। তবে খেলোয়াড়দের জন্য এল এক খুশির খবর। খেলা না হওয়ায় এবার এক অভিনব সিদ্ধান্ত নিল অন ইংল্যান্ড লন টেনিস ক্লাব।

সরিয়ে রাখা পুরস্কারের মোট অর্থ টুর্নামেন্টে অংশ নিতে চলা ৬২০জন খেলোয়াড়ের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন উদ্যোক্তারা। এক বিবৃতিতে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব জানিয়েছে পুরস্কারের অর্থ ভাগ করে দেওয়া হবে সেই ৬২০ জন খেলোয়াড়ের মধ্যে যারা নিজেদের বিশ্ব ব়্যাঙ্কিংয়ের দৌলতে ২০২০-র এই টুর্নামেন্টের মেইন ড্র কিংবা কোয়ালিফাইং রাউন্ডে খেলার সুযোগ পেয়েছেন। প্রায় ১০ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ১২.৬০ মিলিয়ন ডলার অর্থের পুরস্কার মূল্যের বন্টন হবে বলে জানিয়েছেন অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব।

খেলা না হওয়ায় খেলোয়াড়রা হতাশ হলেও পুরস্কারের অর্থ বন্টন কিছুটা হলে খুশির আমেজ আনবে তা বলাই যায়। এদিকে আগামী বছর পুরুষদের সিঙ্গলসে বাছাই পর্বের জন্য ওয়ার্ল্ড ব়্যাঙ্কিংয়ের ওপরই নির্ভর করা হবে বলে জানানো হয়েছে।

গত দু দশক ধরে ঘাসের কোর্টে খেলোয়াড়দের ফর্ম বিচার করে বাছাই পর্ব সারার পর আগামীবারের জন্য এমন সিদ্ধান্ত নিলেন উদ্যোক্তারা। খেলোয়াড়দের বিভিন্ন গ্রুপের সঙ্গে কথা বলার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সদস্যরা। প্রতিযোগিতার মান, দর্শকদের আনন্দ উপভোগ, এবং আধুনিক ঘাসের কোর্টের কথা মাথায় রেখে এসব বিষয়ে সবিস্তারে আলোচনা করা হয়েছে খোলোয়াড়দের বিভিন্ন গ্রুপের সঙ্গে তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। আগামী বছর চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২৮ জুন, চলবে ১১ জুলাই পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *