১৪ বছরের রেকর্ড ১ মরশুমেই ছুঁলেন কোহলি!

১৪ বছরের রেকর্ড ১ মরশুমেই ছুঁলেন কোহলি!

মুম্বই: ২০১৯ সালের নভেম্বরে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করেছিলেন তিনি। তারপর থেকেই রানের খরা শুরু হয়েছে বিরাট কোহলির ব্যাটে। অনেকেই মনে করেছিল যে, অধিনায়কত্ব ছাড়ার পর হয়তো একটু হালকা হবেন তিনি, আইপিএলে দাপটের সঙ্গে ব্যাট করবেন, রান আসবে তাঁর থেকে। কিন্তু কোথায় কী? রানের খরা তো অব্যাহত এদিকে ১৪ বছরের রেকর্ড এক মরশুমেই ভেঙে দিয়েছেন তিনি! এমন রেকর্ড যা মনে রাখতে চাইবেন না কেউই। কী এমন রেকর্ড করলেন বিরাট?

আরও পড়ুন-রাজকীয় বিয়ে সারা, বুলবুলকে নিয়ে কোথায় মধুচন্দ্রিমায় যাচ্ছেন অরুণ লাল?

আসলে ২০০৮ থেকে ২০২১ সালের সময়কালে আইপিএলে তিনি প্রথম বলে আউট বা ‘গোল্ডেন ডাক’ হয়েছিলেন মাত্র তিন বার। কিন্তু ২০২২ সালের আইপিএলে তিনি ইতিমধ্যেই তিন বার এক বলে আউট হয়ে গিয়েছেন! সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই প্রথম বলে আউট হয়েছেন দু’বার। এখনও এই মরশুমে তাঁর দলের খেলা বাকি। অনেকের আশঙ্কা রেকর্ড শুধু ছোঁবেন না তিনি, ‘গোল্ডেন ডাক’-এর নতুন রেকর্ডও করে দিতে পারেন বিরাট কোহলি। যদিও তাঁর ফ্যানেদের আশা খুব জলদিই তিনি আবার নিজের পুরনো ফর্মে ফিরবেন। তবে এখনও পর্যন্ত সেই রকম কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। উল্লেখ্য, চলতি মরশুমে বিরাটের ১২টি ম্যাচে সংগ্রহ ২১৬ রান। গড় ১৯.৬৪। অর্ধশতরান মাত্র একটি।

প্রসঙ্গত, আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে ওভারের প্রথম বলেই ক্যাচ আউট হন বিরাট। স্পিনার জগদীশ সুচিতের বলে হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন তিনি। আউট হওয়ার পর মাথা নিচূ করে কিছুক্ষণ হাসতেও দেখা যায় তাঁকে। বোঝাই যায় প্রচণ্ড হতাশায় মোড়া হাসি রয়েছে তাঁর ঠোঁটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + two =