কলকাতা: করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। গত সপ্তাহে ভারতীয় দল ইংল্যান্ড গিয়েছে। লন্ডন পৌঁছে জানা যায় যে করোনা আক্রান্ত বিরাট। তাই এখন টিম ইন্ডিয়ার অনুশীলন নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। অনুমান করা হচ্ছে, ঘুরতে গিয়েই কোভিড আক্রান্ত হয়েছেন বিরাট। কিছুদিন আগেই তিনি স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে মলদ্বীপ বেড়াতে গিয়েছিলেন।
আরও পড়ুন- রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েই মন্দিরে দ্রৌপদী, ঝাঁটা হাতে করলেন মন্দির চত্বর সাফাই, ভিডিয়ো ভাইরাল
সূত্র মারফৎ জানা গিয়েছে, লন্ডন যাওয়ার পর তৎক্ষণাৎ কোনও উপসর্গ দেখা যায়নি তাঁর। বরং সেখানে পৌঁছে বেশ কিছু অনুরাগীদের সঙ্গে ছবিও তোলেন কোহলি। তবে তার পরেই জানা যায় যে তিনি ভাইরাস আক্রান্ত হয়েছেন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে, এখন সুস্থ আছেন তিনি। কিন্তু আশঙ্কা করা হচ্ছে, ভারতীয় দলের অনেকেই এখন আক্রান্ত হতে পারেন কারণ বিরাট তাদের সংস্পর্শে ছিলেন। আগামী ২৪ জুন থেকে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ভারতের। এখন সেই ম্যাচ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কয়েক দিন আগেই করোনা আক্রান্ত হওয়ার খবর আসে রবিচন্দ্রন অশ্বিনের। তাই তিনি ইংল্যান্ড সফরেও যেতে পারেননি। এবার চিন্তা বাড়ল বিরাট কোহলিকে নিয়ে।