শতরানের সংখ্যায় পন্টিংকে টপকালেন কোহলি, দ্বিশতরানে নতুন রেকর্ড ঈশানের

শতরানের সংখ্যায় পন্টিংকে টপকালেন কোহলি, দ্বিশতরানে নতুন রেকর্ড ঈশানের

ঢাকা: আরও একবার দেখা গেল ‘বিরাট’ কোহলিকে। বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজের শেষ ম্যাচে শতরান করলেন তিনি। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ৭২ তম শতরান হয়ে তাঁর। আর তার ফলে যেটা হল, বিশ্বের মধ্যে শতরানের সংখ্যায় দু’নম্বরে চলে এলেন ‘কিং কোহলি।’ এদিন সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে টপকে যান তিনি। এখন বিরাটের সামনে শুধুই আছেন ‘মাস্টার ব্লাস্টার’ শচীন তেন্ডুলকর।

আরও পড়ুন- সমকামিতা সমর্থনকারী, বিশ্বকাপ কভারে যাওয়া মার্কিন সাংবাদিকের রহস্যজনক মৃত্যু

বাংলাদেশের বিরুদ্ধে এদিন তৃতীয় একদিনের ম্যাচে এই রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। এদিনই আবার দ্বিশতরান করেন ঈশান কিশন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েই নিজের একদিনের ক্রিকেট কেরিয়ারের ৪৪ তম সেঞ্চুরি সারেন বিরাট। চট্টগ্রামের মাঠে নতুন এক কাব্য লিখলেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনের মাটিতে শতরান করেছিলেন বিরাট। তারপর দীর্ঘ দিন শতরান না পাওয়ার পর অবশেষে ১০২১ দিন পর আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে শতরান করেছিলেন। এখন ফের একবার সেই বাংলাদেশের বিরুদ্ধেই ওডিআই শতরান এল তাঁর ব্যাট থেকে।

এদিকে এই ম্যাচেই আন্তর্জাতিক মঞ্চে প্রথম শতরান করেন ঈশান কিশন। তবে সেখানেই না থেমে একেবার ২০০ করে ফেললেন। শেষে ২১০ রান করে ডাগআউটে ফেরেন তিনি। ১২৬ বলে দ্বিশতরান করলেন ঈশান। এটাই এক দিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে এক দিনের ক্রিকেটে দ্বিশতরান করলেন ঈশান। তাঁর আগে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ এবং রোহিত শর্মার এক দিনের ক্রিকেটে দ্বিশতরান ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eight =