কোহলির কথাতেই নাকি নো-বল দিয়েছে আম্পায়ার! আজব দাবি পাকিস্তানের

কোহলির কথাতেই নাকি নো-বল দিয়েছে আম্পায়ার! আজব দাবি পাকিস্তানের

কলকাতা: জীবনের অন্যতম সেরা ইনিংস খেলে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দেশকে জিতিয়েছেন বিরাট কোহলি। রবিবারের সেই ম্যাচ ঘিরে উন্মাদনা তো তুঙ্গে আছেই, কিন্তু বিতর্কের সৃষ্টিও হয়েছে। ম্যাচের শেষ ওভারের একটি নো-বলকে কেন্দ্র করেই যত তর্ক। পাকিস্তানের তরফ থেকেই বিস্ফোরক অভিযোগ তোলা হচ্ছে। তাদের দাবি, বিরাট কোহলির কথাতেই নাকি আম্পায়ার নো-বল দিয়েছে।

আরও পড়ুন- হানিট্র্যাপে ফাঁসিয়ে তথ্য আদায় করেছে পাক গুপ্তচর! জেলে বসেও ‘হানি’-তেই মজে সেনাকর্মী

আসলে ভারত বনাম পাকিস্তান ম্যাচের শেষ ওভারে বিরাট কোহলির কোমর সমান উচ্চতায় একটি বল করেন বোলার মহম্মদ নওয়াজ। সেটি ছয় মারেন বিরাট। এরপরই আম্পায়ার উচ্চতার জন্য ওই বল ‘নো’ দেন। ব্যস, এতেই ক্ষিপ্ত হয় পাকিস্তানের ক্রিকেটাররা। তাদের যুক্তি, ওই উচ্চতার বল কখনও ‘নো’ হয় না। এই প্রসঙ্গে আম্পায়ারদের তুলোধনা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। তাদের সকলের যুক্তি, বল ক্রমশ নিচু হয়ে যাচ্ছিল। দেখে কখনই মনে হচ্ছে না ওটা নো বল। অনেকে এও দাবি করেছেন যে, বিরাট কোহলির কথাতেই নাকি আম্পায়ার ওই ‘নো বল’ দিয়েছেন।

অনেকের আবার এও দাবি, আম্পায়ার সিদ্ধান্ত নিতে দেরি করায় যত বিতর্ক হয়েছে। তিনি যদি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতেন তাহলে এত উত্তাপ ছড়াত না। কিন্তু অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি রিপ্লে দেখে এবং কোহলি বলার পর নো বল দিলেন। এতেই বিতর্ক। নো-বল ছিল কি ছিল না সেটা পরের কথা। ওয়াসিম আক্রম থেকে শুরু করে ওয়াকার ইউনিস সকলেই এতে ক্ষিপ্ত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − one =