বিরাট কোহলির জঘন্য ফর্ম নিয়ে উঠছে প্রশ্ন! আইপিএল ক্ষতি করছে ভারতীয় ক্রিকেটারদের?

বিরাট কোহলির জঘন্য ফর্ম নিয়ে উঠছে প্রশ্ন! আইপিএল ক্ষতি করছে ভারতীয় ক্রিকেটারদের?

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষ হয়েছে এজবাস্টন টেস্ট। টেস্টের প্রথম তিন দিন দাপট দেখিয়েও শেষমেশ হেরে গিয়েছে ভারত। আর তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের যাওয়া নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এই টেস্টেও দেখা গেল বিরাট কোহলির জঘন্য ব্যাটিং ফর্ম অব্যাহত। ভারতের দ্বিতীয় ইনিংসে প্রয়োজনের সময় সকলেই আশা করেছিলেন তিনি এবার জ্বলে উঠবেন। কিন্তু ফের ব্যর্থ হলেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ বেশ কঠিন  করে ফেলল ভারত। এই টেস্টে হারের পর তৃতীয় স্থানেই থাকার কথা ছিল বিরাট কোহলিদের। কিন্তু স্লো ওভার রেটের জন্য ভারতের  কিছু পয়েন্ট কাটা যাওয়ায় তারা নেমে গিয়েছে চার নম্বরে। ১২টি ম্যাচ খেলে ভারতের সংগ্রহ ৫৩.৪৭ শতাংশ পয়েন্ট। প্রথম দুটি দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচের আগে ভারতের এখনও ছ’টি ম্যাচ বাকি। তার মধ্যে ঘরের মাঠে চারটি টেস্ট রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে দু’টি টেস্ট। এই ছ’টি ম্যাচ জিতলে ভারতের ৬৮.৯৮ শতাংশ পয়েন্ট হবে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার  সংগ্রহ ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার রয়েছে ৭১.৪৩ শতাংশ পয়েন্ট। তাই আগামী সিরিজগুলিতে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যদি বেশ কয়েকটি টেস্টে হারে তাহলে ভারতের আশা থাকবে ফাইনালে পৌঁছনোর ব্যাপারে।

এদিকে বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে চিন্তায় রয়েছেন ভারতের  কোটি কোটি ক্রিকেটপ্রেমী। বিশেষজ্ঞদের একাংশ বলছেন আইপিএলের প্রভাব পড়ছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। যেভাবে চেতেশ্বর পুজারা, বিরাট কোহলিরা খোঁচা দিয়ে বারবার আউট হচ্ছেন তাতে আইপিএলকে দুষছেন অনেকে। বিরাট কোহলির শেষ ২৩টি ইনিংসের পরিসংখ্যান বলছে মাত্র পাঁচবার তিনি পঞ্চাশের গণ্ডি পার করেছেন। সেখানে চারবার তিনি শূন্য রানে আউট হয়েছেন। যা একেবারেই কোহলি সুলভ নয়। ২০১৯ সালের নভেম্বরে কোহলি শেষবার আন্তর্জাতিক ক্রিকেট শতরান করেছেন। সেবার বাংলাদেশের বিরুদ্ধে ইডেন টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর প্রায় তিন বছর অতিক্রান্ত হয়েছে। কোহলি সেঞ্চুরি করতে পারেননি। সম্প্রতি বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেছেন কোহলির যদি এরকম জঘন্য ফর্ম চলতে থাকে তাহলে আগামী দিনে তাঁকে আর শচীন তেন্ডুলকর বা রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা করা যাবে না। তাই কোহলির ফর্ম নিয়ে সকলেই হতাশ। এই পরিস্থিতিতে আগামী দিনে কোহলি তথা ভারতীয় ক্রিকেটাররা নতুন করে ঘুরে দাঁড়াতে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ওঠা বেশ কঠিন হবে। কোহলি দ্রুত ফর্মে ফিরুন, এই প্রার্থনাই করছেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + twenty =