নতুন দায়িত্বে আসছেন? হঠাৎ মোহনবাগান তাঁবুতে সৌরভ

নতুন দায়িত্বে আসছেন? হঠাৎ মোহনবাগান তাঁবুতে সৌরভ

কলকাতা: বিসিসিআই প্রেসিডেন্ট পদ চলে যাওয়ার পর মনে করা হচ্ছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবিতে ফিরবেন। কিন্তু তেমনটা হয়নি। রবিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তবে সৌরভ নন, সিএবি প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা করছেন দাদা স্নেহাশিস। তাহলে ‘দাদা’ কী ভাবছেন? আসলে তিনি আবার ফিরছেন ফুটবল প্রশাসনে। এদিন মোহনবাগান ক্লাব তাঁবুতে যান ‘মহারাজ’। জানা গিয়েছে, তিনি এবার এটিকে মোহনবাগান বোর্ডে ফিরছেন ডিরেক্টর হয়ে।

আরও পড়ুন- ‘একা’ শুধু বিনি, প্রত্যেকের সঙ্গেই রয়েছে রাজনীতির যোগ! একনজরে BCCI কমিটি

এদিন সন্ধ্যাবেলা ক্লাব তাঁবুতে দেখা করতে যান সৌরভ। সেখানে ক্লাবের অন্যতম কর্তা দেবাশিষ দত্তের পাশে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ক্লাবে অনেকদিন আসেননি, এসে ভাল লাগলো। ওদিকে দেবাশিষ দত্ত জানিয়েছেন, মোহনবাগান ক্লাব সবসময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে থাকবে। সৌরভের কথায়, ”যখন দিয়ে এটিকে তখন দিয়ে আছি। এখন এটিকে মোহনবাগান হয়েছে। ২৯ তারিখ যাবো ডার্বি দেখতে।” কিন্তু ‘এটিকে’ কি মোহনবাগানের নামের পাশ থেকে সরছে? এই বিষয় কিন্তু তেমন কিছুই বললেন না ‘দাদা’। শুধু হাসিমুখে বললেন, ওই ব্যাপারটা দেবাশিস দত্ত দেখবেন। তাই আপাতত সমর্থকরা হতাশই থাকল।

কিন্তু সিএবিতে কেন গেলেন না বাংলার মহারাজ? তাঁর জবাব, নির্বাচন হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদে আসছে প্রার্থীরা। তিনি থাকলে আরও দুজন পোস্ট পাবে না। সে জন্যই তিনি সরে দাঁড়ালেন। উল্লেখ্য, বিরোধীরা কোনও প্রার্থী না দেওয়ায় মনোনয়ন জমা করা প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসবেন। ৩১ অক্টোবর সিএবি-র বার্ষিক সাধারণ সভা। সেদিনই নতুন কমিটি গঠন করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =