কলকাতা: কিংবদন্তি। বিশ্বের অন্যতম সেরা স্পিন বোলার। বিতর্কের যারা। এই সবরকম বিশেষণ ব্যবহার করা যায় এই লোকটার ক্ষেত্রে। তিনি শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে তিনি প্রয়াত হলেন আজ। প্রাথমিকভাবে চিকিৎসকরা হৃদরোগ বলেছেন। শেন চলে যাওয়াতে ক্রিকেট বিশ্ব প্রবলভাবে শোকগ্রস্থ। কিন্তু তিনি চলে গেলেও তাঁর যে কৃতিত্ব এবং ক্রিকেটীয় অবদান রয়েছে তা থেকে যাবে আজীবন। মানুষ কোনও দিন ভুলবে না তাঁর বিস্ময়কর বোলিং, তাঁর ‘বল অব দ্য সেঞ্চুরি’। তবে পাশাপাশি থেকে যাবে কিছু বিতর্কও।
‘বল অব দ্য সেঞ্চুরি’
সালটা ১৯৯৩। ওল্ড ট্র্যাফোর্ডে নিজের প্রথম অ্যাশেজ খেলতে নেমেছিলেন ওয়ার্ন। সেই ম্যাচেই ইংল্যান্ড ব্যাটসম্যান মাইক গ্যাটিংকে তিনি যেভাবে আউট করেছিলেন তা আজও বিস্ময় হয়েই আছে। বোল্ড হয়েছিলেন গ্যাটিং, আর ওয়ার্নের যে বলে তিনি বোল্ড হয়েছিলেন, সেটাই আজ পর্যন্ত ‘বল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে বিখ্যাত। সেই বল লেগ স্টাম্পের অনেক বাইরে পড়ে প্রায় এক হাতের মতো টার্ন করে ভেঙে দেয় গ্যাটিংয়ের অফ স্টাম্প। আজও সেই ভিডিও দেখলে অবিশ্বাস্য লাগে। এও সম্ভব? প্রশ্নটা মনে আসে। তবে সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন এই শেন নামের ছেলেটাই। এই একটা বলই যেন পাল্টে দিয়েছিল ওয়ার্নের জীবন। তার সঙ্গে সঙ্গে স্পিনারদের কদরও যেন বেড়ে গিয়েছিল বিশ্ব ক্রিকেটে।
আরও পড়ুন- রাশিয়ান ট্যাঙ্কার ঢুকতে দেবেন না! ব্রিজে নিজেকেই উড়িয়ে দিলেন ইউক্রেনীয় সেনা
বিতর্ক
ক্রিকেটার হিসেবে যত পরিচিত ছিল শেনের তত বেশিই মনে হয় ছিল বিতর্কের জন্য। ডোপ টেস্ট থেকে শুরু করে যৌন কেলেঙ্কারি, সবেতেই ‘উজ্জ্বল’ ছিলেন তিনি। ২০০০ সালে বিবাহিত ব্রিটিশ নার্স ডোনা রাইটকে ফোন কলের মাধ্যমে এবং মেসেজ করে নানা ধরনের অশ্লীল কথা বলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এখানেই শেষ নয়। ২০০৩ সালে আবারও যৌন কেলেঙ্কারিতে নাম আসে ওয়ার্নের। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন মেলবোর্নের এক স্ট্রিপার, নাম অ্যাঞ্জেলা গালাগার। তবে সবথেকে বড় বিতর্ক হয় ২০০৬ সালে। ২৫ বছর বয়সি দুজন ব্রিটিশ মডেলের সঙ্গে তাঁর ‘সেক্স টেপ’ ফাঁস হয়েছিল। এছাড়াও ২০০৩ সালের বিশ্বকাপের আগে তার ক্রিকেট খেলার উপর নিষেধাজ্ঞা জারি হয়। বিশ্বকাপের আগে তার ডোপ টেস্টে ফলাফল পজিটিভ আসে। ২০০৪ সালে অবশ্য তিনি ক্রিকেটে ফেরেন, অস্ট্রেলিয়ার হয়ে আর ওয়ানডে না খেললেও টেস্ট খেলে যান। ভিডিও: ইউটিউব