শেষ হল একটি যুগ, টেনিসকে বিদায় জানালেন সেরেনা

শেষ হল একটি যুগ, টেনিসকে বিদায় জানালেন সেরেনা

কলকাতা: চলতি ইউএস ওপেনের পরেই পেশাদার টেনিস জীবন থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন সেরেনা৷ সেটাই হল। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে টমলিয়ানোভিচের কাছে হেরে নিজের টেনিস থেকে বিদায় নিশ্চিত করলেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালকিন। সেরেনা উইলিয়ামসকে আর দেখা যাবে না টেনিস কোর্টে। এই প্রতিযোগিতাতেই ওমেনস ডাবলসে পরাজিত হয়ে বিদায় নেন সেরেনা ও ভেনাস উইলিয়ামস জুটি। সেটিই ছিল দুই উইলিয়ামস বোনের শেষ ম্যাচ৷

আরও পড়ুন- ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাতেই হার্দিককে চুমু! পাকিস্তানের হারে উচ্ছ্বাস আফগানদের

ইউএস ওপেন শুরু আগেই সেরেনা জানিয়েছিলেন নিজের অবসরের সিদ্ধান্তের কথা। তবে তাঁর বক্তব্য ছিল, কিছু জোর করেই তিনি অবসর নিচ্ছেন। টেনিস ও পরিবারের মধ্যে কোনও একটিকে বেছে নিতে হচ্ছে তাঁকে, তাই কার্যত বাধ্য হয়ে অবসর। আন্তর্জাতিক এক পত্রিকায় সাক্ষাৎকার দিয়েও তিনি বলেছিলেন, তিনি খেলা ছাড়তে চান না। তবে ভবিষ্যতের জন্য তৈরি থাকছেন তিনি। সেরেনার সেই কথার পরেই মূলত জল্পনা শুরু হয় যে তিনি অবসরের কথাই বলছেন। এখন ইউএস ওপেন থেকে বিদায় নিয়ে টেনিস কোর্টকেই সত্যি সত্যি আলবিদা জানালেন তিনি।

টেনিস জীবন শেষ করার মুহূর্তে দিদি ভেনাস উইলিয়ামসকে কৃতজ্ঞতা জানান সেরেনা। বলেন, ভেনাস না থাকলে কোনও সেরেনা থাকত না। এছাড়া তাঁর সমর্থক, সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেরেনার কথায়, সবার কাছে এত বছর ধরে যে ভালবাসা তিনি পেয়েছেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =