লখনউ: হ্যাটট্রিক, এক ওভারে পর পর চার উইকেট দেখেছে ক্রিকেট বিশ্ব। আবার এক ওভারে ছটি চার, ছটি ছয় পর্যন্ত দেখা গিয়েছে। কিন্তু চলতি বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে যে ঘটনা ঘটল তা ভারতীয় ক্রিকেট শুধু নয়, বিশ্ব ক্রিকেটেও নজির। এক ওভারে ৭টি ছয় মারলেন রুতুরাজ গায়কোয়াড়। এখন আপনার প্রশ্ন হবে, ওভারে ৬টি বলে ৭টি ছক্কা কী করে। সেটাও সম্ভব।
আরও পড়ুন- আশঙ্কাই সত্যি হল! গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না নেইমার
উত্তরপ্রদেশের বিরুদ্ধে চলতি বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে মহারাষ্ট্রের হয়ে এই নজির গড়েছেন রুতুরাজ গায়কোয়াড়। নিজের ডবল সেঞ্চুরি করার পথে এক ওভারে ৭টি ছক্কা মারেন তিনি। আসলে ম্যাচের প্রথম ইনিংসের ৪৯তম ওভারে ইউ-পি’র শিব সিং বল করতে এলে তাঁর প্রথম ৪টি বৈধ বলে চারটি ছক্কা মারেন রুতুরাজ। ঠিক তার পরের বলটি হয় নো-বল, তবে সেই বলেও ছক্কা হয়। এরপর ওভারের শেষ ২টি বলেও ছয় মারেন রুতুরাজ। ফলে ৭ বলে ৭টি ছক্কা হয়ে যায় ওই ওভারে। আসে মোট ৪৩ রান, যা অবশ্যই অবিশ্বাস্য।
Loading tweet…
এমনিতে বিজয় হাজারে ট্রফিতে ডবল সেঞ্চুরি করার নজির আছে অনেকের। সেটা এমন কিছু অস্বাভাবিক নয়। তবে এই ম্যাচেই সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিজয় হাজারে ট্রফিতে ডবল সেঞ্চুরির করার কৃতিত্ব অর্জন করেছেন রুতুরাজ। শেষে ১০টি চার ও ১৬টি ছক্কার সাহায্যে ১৫৯ বলে ২২০ রান করে অপরাজিত থাকেন তিনি।