কলকাতা: প্রতিযোগিতামূলক টেনিস থেকে অবসর ঘোষণা করে দিলেন রজার ফেডেরার। আগামী সপ্তাহে লন্ডনে লেভার কাপ তাঁর শেষ এটিপি প্রতিযোগিতা হতে চলেছে, এমনটা জানিয়ে দিয়েছেন ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক। তাঁর স্পষ্ট বার্তা, পুরোপুরি টেনিস খেলা ছাড়বেন না, তবে প্রতিযোগিতামূলক টেনিস আর খেলতে দেখা যাবে না তাঁকে। রজারের এই ঘোষণায় কার্যত চোখে জল তাঁর অনুগামীদের।
আরও পড়ুন- ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাতেই হার্দিককে চুমু! পাকিস্তানের হারে উচ্ছ্বাস আফগানদের
২০২১ সালে উইম্বলডনের পর চোটের জন্য খেলেননি ফেডেরার। তার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে তিনি হয়তো খেলা ছেড়ে দিতেন পারেন। সম্প্রতি অবসর ঘোষণা করেছেন আরও এক বিশ্বখ্যাত সেরেনা উইলিয়ামস। তাঁর পর ফেডেরারকে নিয়ে জল্পনা সত্যি হয়ে গেল। গত ২৪ বছরের জার্নি শেষ করার কথা ঘোষণা করলেন তিনি নিজেই। বিদায়বেলায় ভক্তদের বার্তা দিয়ে তিনি বলেছেন, তিনি যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি তাঁকে দিয়েছে টেনিস। উল্লেখ্য, গত ২৪ বছরে দেড় হাজারেরও বেশি ম্যাচ খেলেছেন তিনি। তবে এবার তাঁর স্পষ্ট ঘোষণা, আরও অনেক টেনিস খেলবেন তবে লন্ডনে লেভার কাপই তাঁর জীবনের শেষ এটিপি প্রতিযোগিতা।
To my tennis family and beyond,
With Love,
Roger pic.twitter.com/1UISwK1NIN— Roger Federer (@rogerfederer) September 15, 2022
প্রসঙ্গত, ছ’বার এটিপি ট্যুর চ্যাম্পিয়ন ‘রাজা’ ছ’বার অস্ট্রেলিয়ান ওপেন, এক বার ফ্রেঞ্চ ওপেন, আট বার উইম্বলডন এবং পাঁচ বার ইউএস ওপেন জিতেছেন। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ডাবলসে সোনা জেতেন। সিঙ্গলসে ২০১২ লন্ডন অলিম্পিক্সে রুপো জয় করেন। ২০১৪ সালে সুইৎজারল্যান্ডের হয়ে জেতেন ডেভিস কাপ। এছাড়াও বিশ্বের ১ নম্বর হয়েছেন একাধিক বার।