দোহা: অনেক রকম কথা হয়েছিল। দাবি করা হয়েছিল, এবারের বিশ্বকাপে আয়োজক দেশ কাতার নাকি প্রতিপক্ষকে ঘুষ দিয়েছে ম্যাচ জেতার জন্য। প্রথম ম্যাচে নাকি তারা ১-০ গোলে জিতবে। বিতর্ক সঙ্গে নিয়েই শুরু হয়েছিল এবারের বিশ্বকাপ। কিন্তু তেমন কিছুই হল না। বরং আয়োজক দেশ কাতারই ২০২২ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল। শুক্রবার কাতার হেরে যায় সেনেগালের কাছে। পরে নেদারল্যান্ডস-ইকুয়েডর ম্যাচ ড্র হতেই ছিটকে যায় তারা।
আরও পড়ুন- যন্ত্রণায় চোখে জল নেইমারের, চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিল অধিনায়ক?
বিশ্বকাপের প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে ০-২ গোলে হেরে যায় কাতার। শুক্রবার দ্বিতীয় ম্যাচে সেনেগাল তাদের হারায় ১-৩ গোলে। নেদারল্যান্ডসের ম্যাচ ড্র হতেই তাই আর কোনও আশা থাকল না আয়োজক দেশ কাতারের। এখন শুধু তাদের লক্ষ্য হবে শেষ ম্যাচ জিতে সম্মান নিয়ে মাঠ ছাড়া। কিন্তু সেটা যে প্রায় অসম্ভব তা বলাই বাহুল্য। কারণ শেষ ম্যাচ তাদের খেলতে হবে গ্রুপের সবথেকে কঠিন প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। গ্রুপে বাকি দুই তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েও জয় তুলতে পারেনি কাতার। শেষ ম্যাচে কি অঘটন হবে? এমনটা আপাতত ভাবতে পারছেন না কেউ।
ইতিমধ্যেই এশিয়ার দলগুলি চমকে দিয়েছে বিশ্বকাপে। তুলনায় ছোট দল হিসেবেই তারা শুরু করেছিল বিশ্বকাপ অভিযান। কিন্তু সৌদি আরব হারিয়েছে মেসিদের আর্জেন্টিনাকে, জাপান হারিয়েছে জার্মানির মতো দলকে। এদিকে ইরান হারিয়েছে ওয়েলসকে। প্রথম দুই ম্যাচে তো কাতার কিছু করতে পারেনি। শেষ ম্যাচে কি পারবে, দেখার অপেক্ষায় ফুটবল দর্শকরা।